জনদর্পন... জনতার প্ল্যাটফর্ম
Reach out to us

  +91 - 7005571681

আসছে বছর আবার হবে ।




এই খবরের কোনো ভিডিও নেই |

বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক সম্মেলন মন্ত্রী সুশান্ত চৌধুরীর।।

রাজ্য / Local

Tuesday, January 18, 2022


নিজস্ব প্রতিনিধি জনদর্পন : মঙ্গলবার রাজ্য সচিবালয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী এক সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে রাজ্যের করোনা মহামারীর বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন, এদিন তিনি বলেন AMC এলাকায় Covid positive rate গতকাল পর্যন্ত ২৩.১৫%, TOTAL ACTIVE CASE- 6,491. HOME ISOLATION- 4159nos. ১০ই জানুয়ারি থেকে ১৭ই জানুয়ারি পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৪ জন। তাছাড়া জেলাভিত্তিক করোনা পজিটিভের হার তুলে ধরে তিনি জানান, WEST DIST- 14.21%, SIPAHIJALA DIST- 09.55%, KHOWAI DIST- 13.04%, GOMATI DIST- 10.77%, SOUTH DIST- 08.36%, DHALAI DIST- 08.01%, UNOKOTI DIST- 13.81%, NORTH DIST- 04.14%. এরূপ অবস্থায় রাজ্যবাসীকে সুরক্ষিত রাখতে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, MULTIPLEX, SHOPPING MALL, MOVIE HALL, PARK, PICNIC SPOT, কোন ধরনের exhibition মেলা বন্ধ রাখার নির্দেশ জারী করেছে সরকার বলে জানান এবং আাগামী ২০ তারিখের পর থেকে নাইট কারফিউ রাত ৯টা পরিবর্তে ৮ টা থেকে জারী করা হয়েছে বলে জানানোর পাশাপাশি ধার্মিক অনুষ্ঠান কীর্তন ইত্যাদি আগামী ২৩শে জানুয়ারীর মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার বলে জানান তিনি।



Contact Us
Phone: +91-8794840801/7005571681
Email: janadarpannews@gmail.com

© Copyright, 2021-22 janadarpan.com. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.