জনদর্পন... জনতার প্ল্যাটফর্ম
Reach out to us

  +91 - 7005571681



এই খবরের কোনো ভিডিও নেই |

এশিয়ান মাস্টার্স আসর ফিলিপাইন্স ফেরৎ অ্যাথলেটরা ক্রীড়া দপ্তর থেকে সংবর্ধিত

খেলাধুলা / Sports

Wednesday, November 15, 2023


ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। উষ্ণ সংবর্ধিত এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স আসরে সফল অ্যাথলেটরা। রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা, প্রকারান্তরে নাগরিক সংবর্ধনা বলা যেতে পারে কেননা অ্যাথলেটরা প্রত্যেকেই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে আপ্লুত কণ্ঠে এটাই বলতে চেয়েছেন যে এশিয়ান মাস্টার্স আসরে অংশগ্রহণ করতে যাওয়ার আগে থেকে রাজ্য মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের ভূমিকার পাশাপাশি যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সামগ্রিক সহযোগিতা, এমনকি পাঁচ দিনব্যাপী এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স আসর চলাকালীন সময়ে প্রচার মাধ্যম যেভাবে তাঁদের প্রতিটি পদক্ষেপ এবং পদক বিজয়ের খবর রাজ্যবাসী তথা দেশবাসীর নজরে এনেছেন, প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে কিঞ্চিৎ ভুল করেননি ভারতীয় দলের অন্যতম প্রতিনিধি ত্রিপুরার অ্যাথলেটিক্স একাদশ। ত্রিপুরা থেকে রেকর্ড সংখ্যক ১১ জন-ই ভারতীয় দলের জার্সি গায়ে লাগিয়ে দেশের নাম উজ্জ্বল করতে পেরেছেন। লাকি রায় মাঠে প্রতিযোগিতায় পারফর্ম করতে গিয়ে চোট পেয়েছেন বলে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি, তবে অবশিষ্ট ১০ জন প্রায় ৩৫০০ নটিক্যাল মাইল দূরে, ফিলিপাইন্সে নিউ ক্লার্ক সিটিতে নয় দিনের জন্য ঘর থেকে বেরিয়ে অর্জন করে আনা নতুন অভিজ্ঞতা আগামী প্রজন্মের অ্যাথলেটদের কাছেও একপ্রকার পাথেয় হতে পারে। পদকজয়ী অ্যাথলেট মিতালী দেবনাথ, শেফালী বর্ধন, মমতা নাথ, অর্চনা বণিক, বিপ্লব মজুমদার-দের পাশাপাশি তপন শীল নারায়ণ ঘোষ দেবী রানী দাস জবা পাল দত্ত কবিতা দাসে ও লাকি রায়ের পারফরম্যান্সও আগামী দিনে পদক জয়ের ইঙ্গিতবাহী। সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, উপ-আধিকর্তা পাইমং মগ, স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়, নিখিল সাহা, মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সচিব আশিস পাল, জয়েন্ট সেক্রেটারি অমিয় দাস সহ কোচ এবং কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।



Contact Us
Phone: +91-8794840801/7005571681
Email: janadarpannews@gmail.com

© Copyright, 2021-22 janadarpan.com. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.