ওয়েব ডেস্ক জনদর্পন ৮ অক্টোবর।।
ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেট বাকি থাকতেই জয় তুলে নিয়েছে স্বাগতিক দেশ ভারত। অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রানের টার্গেটে ২০১ রান করে জয় ছিনিয়ে নেয় ভারত।অস্ট্রেলিয়ার দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে ২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। কিশান, রোহিত শর্মা ও লেয়ার ব্যক্তিগত রানের খাতা না খুলেই আউট হন। এরপর বিরাট কোহলি ও কে এল রাহুল ক্রিজের মাটি আকড়ে ধরে থাকায় জয়ের দিকে পৌঁছাতে থাকে ভারত। অজিদের কোনো বোলারই যেন তাদের জুটি ভাঙতে পারছিল না। দলীয় রান যখন ১৬৪, ঠিক তখন ক্যাচ আউট হন বিরাট কোহলি। ১১৬ বলে ৮৬ রান করে আউট হন কোহলি। কিন্তু তাতে ভারতকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। রাহুলের সঙ্গে জয়ের নেশায় যুক্ত হয় হার্ডিক পান্ডে। শেষমেষ জয় নিয়েই মাঠ ছাড়েন তারা। ৪২ ওভারের দ্বিতীয় বলে ৬ মেরে বাউন্ডারি হাকিয়ে জয় তুলে নেয় ভারতীয় ব্যাটার। চেন্নাইয়ের স্টেডিয়ামে রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার অধিনায়ক। শুরুতে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় অজিরা। দলীয় ৫ রানে মিশেল মার্শ ব্যক্তিগত রানের খাতা না খুলেই ক্যাচ আউট হয়ে ফিরে যান। এরপর ওয়ার্নারের সঙ্গে স্মিথ যোগ দিয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা আর বেশি দূর এগোতে পারেননি। দলীয় ৭৪ রানের মাথায় ওয়ার্নার ৪১ রান করে আউট হন। পরে দলীয় ১১০ রানে স্মিথও আউট হন। ওয়ার্নার ও স্মিথ আউট হওয়ার পর যেন সাজ ঘরে ফেরার লাইন ধরে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। একে একে আউট হতে থাকেন তারা। ভারতের বোলিং তোপে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটারই রানের খাতা ৫০ রান পার করতে পারেননি। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ারে সংগ্রহ দাঁড়ায় ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৯ রান। ভারতের পক্ষে রবীন্দ্র জাদেজা ১০ ওভার বল করে দিয়েছেন ২৮ রান এবং শিকার করেছেন ৩ উইকেট। এ ছাড়া, বুমরাহ ও কুলদিপ ২টি করে এবং সিরাজ, পান্ডে ও আশ্বিন তুলে নিয়েছেন ১টি করে উইকেট।
ছবি সংগৃহীত images courtesy copy from Google images
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.