আগরতলা ২৯ সেপ্টেম্বর।।
এইচআইভি বা এইডসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সচেতনতা দৌড় অনুষ্ঠিত হয় শুক্রবার। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি ও ত্রিপুরা স্টেট এনএসএসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই রাজ্যভিত্তিক রোড রান ম্যারাথন প্রতিযোগিতা। এদিনের এই৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার অনুষ্ঠানিক সূচনা করেন ক্রীড়া মন্ত্রী টিংকু রায় । তাছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের সচিব এসবি নাথ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব দেবাশীষ বসু সহ অন্যান্যরা। রাজ্যের প্রথমবারের মতো তিনটি বিভাগে অনুষ্ঠিত হয় এই ম্যারাথন। ছেলেদের, মেয়েদের এবং তৃতীয় লিঙ্গের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতামূলক ম্যারাথন দৌড। আটটি জেলা থেকে বাছাই করা প্রতিযোগিরা অংশ নেন এই ম্যারাথনে। প্রতিটি বিভাগেই পুরস্কার মূল্য হচ্ছে প্রথম ১৫০০০ টাকা, দ্বিতীয় ১০০০০, টাকা এবং তৃতীয় ৫০০০ টাকা। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যকে মাদকমুক্ত করার জন্য রাজ্য সরকার আন্তরিক। এইডস রোগ নিয়ে রাজ্যে বহু বছর ধরে কাজ চলছে। কিন্তু তারপরেও এইডস রোগীদের সংখ্যা বাড়ছে। এর পেছনে একটা বড় কারণ হচ্ছে মাদক। সিরিঞ্জের সাহায্যে শিরা পথে মাদক গ্রহণের কারণেই এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।এই আতঙ্ক থেকে আমাদের যুব সম্প্রদায়কে মুক্ত করতে হবে। অজানা আতঙ্ক করোনা ভাইরাস থেকে আমরা অনেকটাই রেহাই পেয়েছি। তাই এবার লড়াই চলবে এইডসের বিরুদ্ধে। যেহেতু মাদক সেবনকারীদের মধ্যে এইডস রোগীদের সংখ্যা বেশি তাই এখন লড়াই চালিয়ে যেতে হবে মাদকের বিরুদ্ধেই। মাদকের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে পারলে এইডসের আতংক থেকেও আমরা মুক্ত হতে পারব। মন্ত্রী টিংকু রায় বলেন উত্তর জেলা, ঊনকোটি জেলা এবং ধলাই জেলাতে এইডস আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। তাই মাদকের প্রসার রুখতে এই তিন জেলায় প্রশাসনকে বিশেষ নজরদারি চালাতে হবে। আর শুধু ম্যারাথন রেসের মধ্যেই এইডস নিয়ে সীমাবদ্ধতা থাকলে চলবে না, প্রতিটি কর্মসূচিতে এইডসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। আর তাহলেই আমরা এই মারণব্যাধির ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারব।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.