ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। ফটিকরায়ে অটল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শেষ পর্যন্ত খেতাব অর্জন করলো ফটিকরায় রাজনগর একাদশ। ফাইনালে তারা ২-১ গোলের ব্যবধানে হারিয়ে দিলো কৈলাসহরের ভাই ভাই এফসি দলকে। ফাইনাল ম্যাচে মাঠে উপচে পড়লো ভিড়। পুরো মাঠ দর্শকে ঠাসা। একেই বলে ফুটবল উৎসব। বাধা ভাঙা উল্লাস সমর্থকদের। থাকাটাই ছিল স্বাভাবিক। দুই দলেই স্থানীয় ফুটবলার সহ বিদেশি ফুটবলারদের ও উপস্থিতি ছিল নজর কারার মতো। সেয়ানে সেয়ানে হলো লড়াই। এক ইঞ্চি জমি ও কেউ কাউকে ছাড়তে চাইছিল না। বল দখলের লড়াইয়ে প্রাণবন্ত হয়ে উঠে পুরো ম্যাচ। তবে আখেরে বাজি মেরে দিলো রাজনগর একাদশ। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে ও দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল খেলে জয় ছিনিয়ে নিলো তারা। নির্ণায়ক এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস, টি আই ডিসির চ্যায়ারমেন নবদল বণিক সহ স্থানীয় নেতৃত্বরা। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি এবং গাড়ির চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী।রানার্স দলের হাতে বাইকের চাবি তুলে দিলেন মন্ত্রী সুধাংশু দাস। এককথায় জনসমুদ্রের চেহারা নিলো পুরো ময়দান এই ফাইনাল ম্যাচকে ঘিরে।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.