আগরতলা ২৭ সেপ্টেম্বর।।
আইপিএফটি এবং তিপরা মথা ছেড়ে বুধবার ২৩ জন জনজাতি অংশের ভোটার যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। সাময়িক আবেগের বসে তারা বিজেপি ছেড়ে আইপিএফটি এবং তিপরা মথাতে গিয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ে তারা বুঝতে পারছেন রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে , বিশেষ করে জনজাতিদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে বিজেপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল এগিয়ে আসবে না। তাই তারা নিজেদের ভুল বুঝতে পেরে আবারও বিজেপি দলে ফিরে এসেছেন বলে যোগদান অনুষ্ঠানে জানিয়েছেন দলত্যাগীরা। বুধবার জনজাতি অংশের ২৩ জন ভোটারের যোগদান অনুষ্ঠানকে সামনে রেখে প্রদেশ বিজেপি ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন হয়। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য। এদিনের এই যোগদান অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে তাপস ভট্টাচার্য জানান, এই যোগদান অনুষ্ঠানে আরো বেশি মাত্রায় মথা ও আইপিএফটি কর্মী সমর্থকদের বিজেপি দলে যোগদানের কথা ছিল। কিন্তু টাকারজলা মন্ডলের অধীন এক ব্যক্তির মৃত্যু হওয়ার কারণে যে সমস্ত নেতৃত্ব ও কর্মীদের যোগদান করার কথা ছিল তারা সবাই আসতে পারেননি। ২৩ জন যারা এসেছেন তারাই এদিন বিজেপির পতাকা তলে শামিল হয়েছেন। যারা বুধবারে দলে যোগদান করতে পারেননি, আগামী দিনে তারা সবাই অন্য এক অনুষ্ঠানের মাধ্যমে বিজেপির পতাকা তলে শামিল হবেন। তিনি জানান, সাময়িক আবেগে বহু জনজাতি অংশের মানুষজন একসময় বিজেপি ছেড়ে আইপিএফটি বা তিপরা মথায় চলে গিয়েছিলেন। কিন্তু বর্তমান সময়ের তারা বুঝতে পারছেন তাদের ভাগ্যের চাকা ঘুরাতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই নিজেদের ভুল বুঝতে পেরে তারা পদ্ম ফুলে শামিল হচ্ছেন। আগামী দিনের আরও বড় সংখ্যক জনজাতি অংশের মানুষ তিপরা মথা ও অন্যান্য দল ছেড়ে বিজেপি দলে ফিরে আসবেন বলে তার অভিমত।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.