বক্সনগর প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর :
সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার আওতাধীন ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রে শাসকদল বিজেপি প্রার্থী হিসেবে প্রথম বারের মত জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হলেন তফাজ্জল হোসেন রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানে।বিধায়ক নির্বাচিত হওয়ার পর আজ ১৪ ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বক্সনগর বিধানসভা এলাকার বিভিন্ন অংশে অর্থাৎ বক্সনগর,মধ্য বক্সনগর,রহিমপুর,পুটিয়া ভেলুয়াচর,মানিক্যনগর কলসীমুড়া,বাগবের কমলনগর,কলমচৌড়া সহ বিভিন্ন স্থানে বিজয় উৎসবের আয়োজন করা হয়।এই বিজয় উৎসবে বিপুল পরিমাণে কর্মী সমর্থকদের নিয়ে তফাজ্জল হয়ে শাসক দল বিজেপির প্রাক্তন সহ-সভাপতি রাজ্য বিধানসভার প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক অংশগ্রহণ করেন এর আগে বুধবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার অংশগ্রহণ করেছেন।এদিকে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হয়ে তফাজ্জল হোসেনের মন্ত্রিত্বের স্বাদ পেতে চলেছেন বলে শাসক দল বিজেপি সূত্রে খবর।বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত প্রায় সব বিধায়ক রাজ্য মন্ত্রিসভার স্থান পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন মনসুর আলী, আরবের রহমান,বিল্লাল মিয়া সহীদ চৌধুরী সম্প্রীতি তাদের মধ্যে শুধুমাত্র প্রয়াত বিধায়ক সামসুল হক মন্ত্রিসভায় স্থান পাননি কারণ ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পরিচালিত মন্ত্রিসভা গঠিত হয়েছিল।অন্যদিকে সামসুল হক নির্বাচিত হয়েছেন সিপিএম প্রার্থী হিসেবে এর আগে ২০১৮ সালে সহীদ চৌধুরী এই কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও রাজ্য প্রথম বারের মত বিজেপি মন্ত্রিসভা গঠিত হওয়ায় মন্ত্রিসভার স্থান হয়নি।২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রটি সংখ্যালঘু অধ্যুশিত এবারের উপ নির্বাচনে তফাজ্জল হোসেন সংখ্যালঘু প্রার্থী হিসেবে নিজ সম্প্রদায়কে ভোটারদের মন জয় করেছেন। সংখ্যাগুলোদের পাশাপাশি সকল জাতির মন জয় করতে পেরেছেন এই অবস্থায় তার মন্ত্রিসভায় স্থান পাওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র।২০ বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে শাসকদলীয় প্রার্থী হিসেবে তফাজ্জল হোসেন বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সেই সঙ্গে ২৩ ধনপুর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন বিন্দু দেবনাথ। এরপর তারা নিয়ম অনুসারে বিধায়ক হিসেবে শপথ পাঠ করেছেন মঙ্গলবার ১২ই সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তাদের বিধায়ক হিসাবে শপথ বাক্য পাঠ করার পরেই তারা ফিরে গেছেন নিজ নিজ বিধানসভা কেন্দ্রে মিলিত হয়েছেন দলীয় কর্মী সমর্থক সঙ্গে উভয় বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মী সমর্থকদের মধ্যে চলছে বিজয় উল্লাস আর গেরুয়া আবিরের সুনামি।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.