আগরতলা ২ সেপ্টেম্বর।।
মাঝে দুদিন বাদেই বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আগামীকাল রবিবার শেষ হবে সরব প্রচার। তাই প্রচারের অন্তিম লগ্নে শাসক ও বিরোধীরা প্রচারে জোরদার তেজী আনার চেষ্টা করে। তবে দুই কেন্দ্রের উপ নির্বাচনে মূলত লড়াইটা হবে দিমুখী। বামফ্রন্ট বনাম শাসক বিজেপি। আর এই লড়াই য়ে শেষ পর্যন্ত জয়ের হাসি কে দেখে তার জন্য প্রতীক্ষা করতে হবে আরো বেশ কয়েকটি দিন। তবে ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দল গুলি একে অপরের বিরুদ্ধে সোচ্চার। তা আরো একবার দেখা গেল শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে। এদিন প্রদেশ বিজেপি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আসন্ন উপভোগ প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি বিরোধী কংগ্রেস ও বামেদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন দীর্ঘ ২৫ বছরের বাম শাসন এই রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছেন। আর বিজেপির নেতৃত্বাধীন সাড়ে পাঁচ বছরের কাজ কর্ম দেখছেন মানুষ। রাজ্যের মানুষ চায় শুধু উন্নয়ন। আর সেই উন্নয়নের কাজেই করে চলেছে বিজেপি সরকার। আর এই উন্নয়নের ভিত্তিতেই ধনপুর ও বক্সনগর কেন্দ্রের ভোটাররা বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করবেন। সিপিআইএম দলের পায়ের তলায় মাটি নেই এখন। তাই উপনির্বাচনে আঁতাতের নাম করে অপপ্রচার চালাচ্ছে। ধনপুর ও বক্সনগর এর মানুষ তা বুঝতে পারছেন। তারাও চাইছেন নিজ নিজ কেন্দ্রের উন্নয়ন। আর এই উন্নয়নের লক্ষ্যেই দুই কেন্দ্রের ভোটাররা বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.