ওয়েব ডেস্ক জনদর্পন ২৩ আগষ্ট।।
মহাকাশে ইতিহাস রচনা করল ভারত। ব্যার্থতাই সফলতার সোপান। এই ধ্রুব সত্যটি বাস্তবায়িত হল চন্দ্রযান ৩ এর সফল ভাবে অবতরণ করার মধ্য দিয়ে। বুধবার বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের ‘কুমেরু’ জয় করল ভারত। সফল অভিযান চন্দ্রযান-৩ এর। চাঁদের মাটিতে নামল ল্যান্ডার বিক্রম। চাঁদের দক্ষিণ মেরু ছিল তখনও অনাবিষ্কৃত। পৃথিবীর আর কোনও দেশ সেখানে পৌঁছতে পারেনি। সেখানেই পৌঁছে গেল ভারত। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় ১৯ মিনিট সময় লেগেছে। তৈরি হয়েছে ইতিহাস। চাঁদে সফল ভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ দেশ হিসাবে নাম লেখাল ভারত (আমেরিকা, রাশিয়া এবং চিনের পরেই)। আর সমগ্র বিশ্বে চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের একক ভাবে কৃতিত্বও পেল ইসরো। চাঁদের দক্ষিন পৃষ্ঠে সফল ভাবে অবতরণ করার পরই প্রধানমন্ত্রী টিম চন্দ্রযানের বিজ্ঞানীদের তার শুভেচ্ছা জানান। তিনি বলেন তাঁরা এই মুহূর্তটির জন্য বছরের পর বছর ধরে পরিশ্রম করেছেন। সাথে ১৪০ কোটি দেশবাসীকে ও শুভেচ্ছা জানালেন। তিনি বলেন ভারতের উদীয়মান ভাগ্যের আহ্বান এই মুহূর্তে। অমৃতকালের আহ্বান। অন্তরীক্ষে নতুন ভারতের উদয়। তিনি দক্ষিণ আফ্রিকা সফরে থাকলেও দেশবাসীর সঙ্গে সঙ্গে তাঁর মনও এখানেই ছিল। চাঁদের দক্ষিন মেরুতে দেশের এই জয়কে এদিন তিনি শুধু একা দেশের জন্য না দেখে একে সারা বিশ্ব বাসীর তথা মানবতার কল্যাণের জন্য বলে আখ্যায়িত করেন। এদিকে চাঁদের মাটিতে বিক্রম নামার পর ইসরোর তরফে টুইট করা হয়েছে। চন্দ্রযান-৩-এর বয়ানে ইসরোর সেই টুইটে লেখা হয়েছে, ‘‘ভারত, আমি আমার গন্তব্যে পৌঁছে গিয়েছি।’’ রশিয়ার লুনার ২৫ এর ব্যার্থতার পর ভারতের চন্দ্র যান ৩ এর প্রতিই নজর রেখেছিল সারা বিশ্ব। শুধু একটাই জিজ্ঞাসা ভারত কি পারবে সফল ভাবে অবতরণ করতে। এই দিকটি দেখার জন্য সারা বিশ্ব তথা দেশের সাথে রাজ্যেও এর প্রতি নজর ছিল। সেই ঐতিহাসিক দিনের সাক্ষী থাকার জন্য এদিন আগরতলার উজ্জ্যয়ন্ত চকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের কার্যকরতা , সমর্থক সহ সাধারন জনগণ। প্রত্যেকের নজর ছিল সেই জায়ান্ট স্ক্রিনে। যেখানে সরাসরি দেখানো হচ্ছিল সেই ঐতিহাসিক চন্দ্র পৃষ্টে অবতরণের দৃশ্য। আর সফল ভাবে দেশের চন্দ্রযান ৩ অবতরণ করার পরই আনন্দে ফেটে পড়েন সকলে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এর জন্য দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যেমন জানান তেমনি ইসরোর বিজ্ঞানীদেরও ধন্যবাদ জানান।প্রদেশ বিজেপি সভাপতি এর জন্য দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান ইসরোর ইঞ্জিনিয়ারদের। বলেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই দিকটি এদিন প্রমানিত হল। এই মিশন চন্দ্রজান ৩ সফল হবার পর দেশের বিজ্ঞানীদের সাথে সাধারন জনগণও যে কতটা আনন্দিত তা সত্যিই বার বার মনে করিয়ে দিচ্ছিল ব্যর্থতাই সফলতার মুল চাবিকাঠি এই প্রবাদটিকে।
Images courtesy copy from Google images
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.