নয়াদিল্লি,২১ আগস্ট।।
আসন্ন এশিয়া কাপে কেমন হবে ভারতীয় ক্রিকেট দল, তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। সোমবার দুপুরেই সেই প্রশ্নের উত্তর মেলার কথা ছিল । সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড ১৭ জন সদস্যের দল ঘোষণা করল। দল নির্বাচনে রয়েছে বড় চমক । দলে ফিরলেন কেএল রাহুল ও শ্রেয়স আইয়ার। এদিন নয়াদিল্লিতে জাতীয় নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগারকার ও অধিনায়ক রোহিত শর্মা মিলে দল ঘোষণা করেন। শুধু এশিয়া কাপের জন্য দল ঘোষণা নয়, এদিন রোহিতদের কথায় উঠে এল একদিনের বিশ্বকাপ প্রসঙ্গও। দেশের মাটিতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের কথা মাথায় রেখেই এশিয়া কাপের জন্য দল নির্বাচন করা হয়েছে তা জানালেন রোহিত শর্মা। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির পাঁচ সদস্য ও দলের কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক। এখন কোন ক্রিকেটারের শারীরিক অবস্থা কেমন, কে কতটা ফিট এইসব নিয়েই আলোচনা হয়। তারপরই সাংবাদিক সম্মেলন করে দল ঘোষণা করা হয়েছে।
এশিয়া কাপের দল:
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, সূর্য কুমার যাদব, তিলক ভার্মা, ঈশান কিশান, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ ও সঞ্জু স্যামসন।
Images courtesy copy from Google images
#asiacup2023 #crickets