ভোপাল,২৭ জুন।।
মধ্যপ্রদেশের সভা থেকে বিরোধী মহাজোটকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।এদিন বিজেপি কর্মীদের মেরা বুথ মজবুত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি বলেন, ‘বর্তমানে একটা নতুন শব্দ যোগ হয়েছে রাজনীতিতে, গ্যারান্টি। আমি আপনাদের বলে দিচ্ছি এরা শুধু দুর্নীতির গ্যারান্টি দিতে পারে। বিরোধী দলগুলির বৈঠকে যাঁরা ছিলেন তাঁরা প্রত্যেকে ২০ লক্ষ কোটি টাকার দুর্নীতির প্রতিশ্রুতি দিতে পারেন আপনাদের। একটা সময় এরাই একে অপরের নিন্দা করত। আর আজ বিজেপিকে হঠাতে সবাই একসঙ্গে হাত মিলিয়েছে’। এদিন অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই কর্মসূচি থেকে তিনি প্রশ্ন তোলেন, একই দেশে কীভাবে দু’টি আইন থাকতে পারে, যখন দেশের সংবিধানে সকলের জন্য সমান অধিকারের কথা বলা হয়েছে ? সেখানে তিনি বলেন, ‘‘সদস্যদের জন্য দু’টি ভিন্ন নিয়ম থাকলে কি একটি পরিবার কাজ করতে পারবে ? তাহলে দেশ চলবে কীভাবে ? আমাদের সংবিধানও সকল মানুষের সমান অধিকারের নিশ্চয়তা দেয় ৷’’
দেশের আইন কমিশনের তরফে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশবাসীর মতামত চাওয়া হয়েছে ৷ তার পর থেকেই জল্পনা ছড়িয়েছে যে কেন্দ্রের মোদি সরকার শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে চায় ৷ এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ এই পরিস্থিতিতে এই ইস্যুতে মোদি মন্তব্য করে পুরো বিষয়টি নিয়ে জল্পনা আরও বৃদ্ধি করলেন ৷ পাশাপাশি এই নিয়ে যে জল্পনা চলছে, তাও উল্লেখ করেছেন তিনি ৷ তাঁর দাবি, ইউনিফর্ম সিভিল কোডের নামে মানুষকে উসকানি দেওয়া হচ্ছে ।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.