আগরতলা ২৬ মে।।
রাজ্যের অন্যান্য মন্ডলের মতো বিজেপি মজলিসপুর মন্ডলেও শুক্রবার দিন হয় কার্যকারিনী বৈঠক। মোহনপুরের গুরুকুল কমিউনিটি হলঘরে মন্ডলের বিভিন্ন স্তরের পদাধিকারী একনিষ্ঠ কার্যকর্তাদের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টির মজলিশপুর মন্ডলের কার্যকারিণী বৈঠক হয়। এত উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী।কার্যকারিণী বৈঠকের শুরুতেই তিনি সেখানে উপস্থিত সংগঠনের বিভিন্ন স্তরের পদাধিকারী, কার্যকর্তা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে দলের চলমান সাংগঠনিক কাজকর্ম সম্পর্কে খোঁজখবর নেন এবং নিজ বিধানসভা কেন্দ্রে দলের ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে মূল্যবান পরামর্শ দান করেন। কার্যকারিণী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মজলিশপুরের বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, বিভিন্ন মতাদর্শ, জাতি, ধর্ম, অর্থনৈতিক স্বার্থ এবং কর্মপন্থার বিভিন্নতার ঊর্ধ্বে ওঠে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির "সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস" এই মূলমন্ত্রে সবাইকে জনগণের স্বার্থে কাজ করে যেতে হবে। তাই নিয়মিতভাবে ধৈর্য সহকারে জনগণের অভাব অভিযোগ শুনতে হবে এবং তাদের উত্থাপিত সমস্যার সমাধান করতে হবে।ইতিহাস সাক্ষী আছে, জনগণের স্বার্থের কথা মাথায় না রেখে যে রাজনৈতিক দল কাজ করে জনগণ তাদের ছুড়ে ফেলে দেয়। জনগণের স্বার্থের জন্য না কাজ করে শুধুমাত্র নিজেদের ব্যক্তিস্বার্থের জন্য কাজ করা অনেক রাজনৈতিক দল আজ জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে।ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তাকে একই মনমানসিকতা ও মতাদর্শে সুসংবদ্ধ হতে হবে । তাদের মধ্যে রাজনৈতিক ঐক্য ও কর্মস্পৃহা থাকতে হবে। তিনি আজকের কার্যকারিনী বৈঠকে উপস্থিত সকল স্তরের জনপ্রতিনিধি, পদাধিকারী ও কার্যকর্তাদের নিয়মিতভাবে সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে চলার জন্য বলেন। এই গুরুত্বপূর্ণ কার্যকারিনী বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজলিশপুর মন্ডলের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, মন্ডল সহ মন্ডলের অন্যান্য পদাধিকারী ও কার্যকর্তারা।।