আগরতলা ২৬ মে।।
শুক্রবার তিন দফা দাবি ভিত্তিতে ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতির ছাত্র সংগঠনের পক্ষ থেকে এক সুবিশাল মিছিল বের করা হয়, মিছিলটি ছাত্র যুব ভবনের সামনে থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল শেষে এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সংবাদ মাধ্যমকে জানান দেশের কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতি চালু করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা অবিলম্বে বন্ধ করা কেননা এই নীতি হচ্ছে বড়লোকের শিক্ষা নীতি তাছাড়া এই নীতি প্রণয়নের মাধ্যমে আরএসএস-এর যে ব্লু প্রিন্ট সেটাকে কার্যকরী করার প্রচেষ্টা কেবলমাত্র তার পাশাপাশি বিগত দিনে রতন লাল নাগ শিক্ষামন্ত্রী থাকাকালীন এই শিক্ষানীতি লাঘু করার যে প্রচেষ্টা সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার হাতে শিক্ষা দপ্তর থাকার পরও একইভাবে একই ধারাই চলছে। তার পাশাপাশি উপজাতি ছাত্রছাত্রীদের ককবরক ভাষা রোমান এবং বাংলা উভয় হরফে যেন শিক্ষা গ্রহণ করতে পারে তার সুব্যবস্থা করা এ দিনের মিছিলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.