জনদর্পন... জনতার প্ল্যাটফর্ম
Reach out to us

  +91 - 7005571681

আসছে বছর আবার হবে ।




এই খবরের কোনো ভিডিও নেই |

মহকুমা স্তরে উপযুক্ত মানের ক্রিকেট মাঠ তৈরির পরিকল্পনা

খেলাধুলা / Sports

Saturday, May 20, 2023


ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মে।। রাজ্যজুড়ে ক্রিকেটের মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে প্রতিটি মহকুমা স্তরে উপযুক্ত ও উন্নত মানের ক্রিকেট মাঠের আবশ্যক। ‌সেই বিষয়ে কার্যকরী ও সদর্থক ভূমিকা নিতে চলেছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বর্তমান কমিটি। মহকুমা স্তরের ক্রিকেট এসোসিয়েশন গুলোর ঐকান্তিক সহযোগিতায় ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের প্রতিনিধিবর্গ ইতোমধ্যে বেশ কটি মহাকুমা স্তরে সরেজমিনে পর্যবেক্ষণের মাধ্যমে মাঠ খুঁজে সেটিকে উপযুক্ত করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। অধিকাংশ মহকুমা স্তরেই কিন্তু উপযুক্ত মাঠ যথারীতি খেলোয়ারদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। আজ, শনিবার ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি তিমির চন্দ-এর নেতৃত্বাধীন বেশ কয়েকজন প্রতিনিধিবর্গ আমবাসা, লংতরাইভ্যালি এবং কাঞ্চনপুর পরিদর্শন করেছেন। আগামীকালও একইভাবে ধর্মনগর কৈলাসহর এবং কমলপুর পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। উন্নত ও উপযুক্ত মানের ক্রিকেট মাঠ তৈরিই মূল উদ্দেশ্য। এবং অচিরেই তা ফলপ্রসু করার প্রয়াস।



Contact Us
Phone: +91-8794840801/7005571681
Email: janadarpannews@gmail.com

© Copyright, 2021-22 janadarpan.com. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.