ক্রীড়া প্রতিনিধি ১৪ মে।।
রবিবার আগরতলা প্রেস ক্লাবে এিপুরা হকি প্লেয়ার গার্ডিয়ান ফোরাম এর সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হয় । এদিনের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এিপুরা হকির সচিব রুপক দেব রায়ের বিরুদ্ধে উঠা সকল অভিযোগ কে ওড়িয়ে দিলেন এিপুরা হকি প্লেয়ার গার্ডিয়ান ফোরাম। এদিন সংগঠনের এক নেত্বিত্ত সংবাদ মাধ্যমকে জানান ত্রিপুরা হকি ভারতীয় হকির স্বীকৃত সংস্থা । ত্রিপুরা হকির সচিব রূপক দেবরায় সব সময় চাইছেন রাজ্যের খেলোয়াড়দের বেশি করে ইনভল্ব করতে । তার জন্য যত রকম সাহায্য করার তিনি করে চলেছেল সমস্ত খেলোয়াড়দের জন্য । তাছাড়া ভারতীয় হকির নিয়মানুযায়ী হকি ইন্ডিয়ার প্লেয়ার রেজিষ্ট্রেশন ফরম অনলাইনের মাধ্যমে ফিলাপ করতে হয় যা খেলোয়াড়দের মোবাইল থেকে বা ইন্টারনেট সেন্টার থেকে করতে হয় । এই রেজিষ্ট্রেশন না থাকলে কোন ভাবেই জাতীয় প্রতিযোগীতায় অংশ গ্রহন করা যায় না । হকি ইন্ডিয়ার প্লেয়ারস রেজিষ্ট্রেশন করতে কোন টাকা পয়সা লাগে না। কিন্তু আমরা অবিভাকগন নিজেদের উদ্বোগে খেলোয়াড়দের অনলাইন রেজিষ্ট্রেশনের করে নিচ্ছে । আর রাজ্য সরকারকে এসবের বদনাম বইতে হচ্ছে । আর রূপক দেবরায়ের মতো খেলোয়াড় প্রেমি দিলদার মানুষ আছেন বলেই আজ রাজ্যের খেলাগুলো জিবিত আছে । কিছু দিন পরপর বিভিন্ন খেলার দল যাচ্ছে জাতীয় প্রতিযোগীতায় রাজ্যের খেলোয়াড়রা বেশি করে অংশ গ্রহন করলেও বলা হয় বহিরাজ্যের খেলোয়াড় খেলেছে । এসব ঠিক নয় । যথারিতী এবারো বলা হয়েছে বহিরাজ্যের খেলোয়াড় খেলিয়েছেন রূপক দেবরায় । কিন্তু এটা সম্পর্ন মিথ্যা।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.