ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল।। রাজ্য ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের ভূমিকা অনস্বীকার্য। সবকটি ইভেন্ট-কেই স্পোর্টস কাউন্সিল সাধ্যানুযায়ী প্রতিনিয়ত প্রমোট করে যাচ্ছে। চলতি তিন-চার বছর ধরে তা বিগত সময়ের অনেক রেকর্ডকেই ছাপিয়ে গেছে বলা চলে। উল্লেখ্য, শান্তিকামী সংঘে সদ্য সমাপ্ত ওপেন পূর্বোত্তর প্রাইজমানি কাবাডি চ্যাম্পিয়নশীপে শ্রেষ্ঠ স্থান অর্জনকারী বজরং দলের এন এস আর সি সি'র ইন্ডোর কাবাডি সেন্টারের খেলোয়াড় ও কোচ ট্রফি তুলে দেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তীর হাতে। বলা বাহুল্য, সম্প্রতি শান্তিকামী সংঘ আয়োজিত ওপেন প্রাইজমানি কাবাডি প্রতিযোগিতায় বজরং দল চ্যাম্পিয়ন, তৈবান্দাল রানার্স, গোমতি জেলা দল তৃতীয় এবং ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) চতুর্থ স্থান পেয়েছে। সান্ধ্যকালীন বর্ণাঢ্য সাংস্কৃতিক এক অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মেয়র-ইন-কাউন্সিল হীরালাল দেবনাথ, কর্পোরেটর সান্তনা সাহা, ক্লাব সেল কনভেনর সিদ্ধার্থ রায় চৌধুরী, সচিব প্রবীর রায় সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা বৃন্দ বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।