নয়াদিল্লি,২২ মার্চ।।
বুধবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন ব্যক্তিবর্গদের সাথে রাজ্যের দুইজন বিশিষ্ট ব্যক্তি প্রয়াত নরেন্দ্র চন্দ্র দেববর্মাকে(মরণোত্তর) পাবলিক অ্যাফেয়ার্স ও বিক্রম বাহাদুর জমাতিয়াকে সামাজিক কাজের জন্য পদ্মশ্রী সন্মানে ভূষিত করেছেন। বিক্রম বাহাদুর জমাতিয়া ১৯৬৮ সালে গঠিত ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতির সর্বপ্রথম দলীয় সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৬৮ থেকে ১৯৭৬ সালের মধ্যে চারবার সাধারণ সম্পাদক ও ১৯৮২ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পঞ্চমবার এই কর্মচারী সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন। পরবর্তীকালে তিনি বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত হন। এছাড়াও প্রাক্তন রাজস্ব মন্ত্রী প্রয়াত নরেন্দ্র চন্দ্র দেববর্মা ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত ৬বার ও ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত আরো ৬ বার মোট ১২ বার ত্রিপুরা উপজাতি কর্মচারী সমিতি’র সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি আদিবাসী কর্মীদের কল্যাণে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। পরবর্তীতে তিনি ইন্ডিজেনাস পিপলস্ ফ্রন্ট অব ত্রিপুরার সভাপতির দায়িত্ব নেন এবং জনজাতিদের স্বার্থে তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে আন্দোলন করেন। শ্রী দেববর্মা ২০২৩ সালের ১ জানুয়ারি প্রয়াত হন। এদিন রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু নরেন্দ্র চন্দ্র দেববর্মা’র পক্ষে তাঁর বড় ছেলে সুব্রত দেববর্মার হাতে পদ্মশ্রী পুরস্কার তুলে দেন। এবং পদ্মশ্রী বিক্রম বাহাদুর জমাতিয়া নিজেই রাষ্ট্রপতির হাতে পুরস্কৃত হন।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.