নিজস্ব প্রতিনিধি আগরতলা।
মেধা ও মননের অন্যতম উৎসব হলো বইমেলা। বিগত দিনের মতো এবারও রাজ্য সরকারের ব্যবস্থাপনায় রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা বইমেলা। এবছর আগরতলা বইমেলা ৪১ তম বর্ষে পা রাখতে চলেছে। বিগত কয়েক বছরের মতো এবারও শহরতলী হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আগরতলা বইমেলা। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত আগরতলা বইমেলার প্রস্তুতি চলছে এখন জোর কদমে। আগামী ২৪ শে মার্চ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। এবছর বইমেলায় স্টল দেওয়ার জন্য আবেদন করে ১৯০ টির উপর। কিন্তু জায়গার সংকলনের কারণে সবাইকে স্থান দেওয়া সম্ভব হচ্ছে না। এরপরেও এবছর মোট স্টল থাকছে ১৭৬ টি। যা গত বছরের তুলনায় ১৬ টি বেশি। বড়, মধ্যম ও ছোট তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে স্টল গুলিতে। আবেদনকারীদের মধ্যে লটারির মাধ্যমে বন্টন করা হয়েছে স্টল। শনিবার তথ্য-সংস্কৃতি দপ্তরের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। তিনি আরো জানান এবছর বাংলাদেশ পশ্চিমবঙ্গ হরিয়ানা সহ আরো বেশ কয়েকটি রাজ্য থেকে প্রকাশকরা অংশ নেবেন বইমেলায়। এর মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ থেকে এবছর অন্যান্য বারের তুলনায় বেশি সংখ্যক প্রকাশক অংশ নিতে চলেছে।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.