জনদর্পন প্রতিনিধি বিলোনিয়া ১৮ মার্চ।।
ওরে গৃহবাসী খোল্, দ্বার খোল্, লাগল যে দোল
স্থলে জলে বনতলে লাগল যে দোল দ্বার খোল্, দ্বার খোল্।।”এই ডাক কখনও উপেক্ষা করা যায়না। শীতের খোলসে ঢুকে থাকা হাজার হাজার রাধাচূড়া ,কৃষ্ণচূড়া ,বেরিয়ে এসে তাদের সুসজ্জিত বাহুতে আলিঙ্গন করে ভ্রমরদের, বাতাসের নরম ছোঁয়ায় মাথা দোলায় গাছের শাখা প্রশাখা । এ যেন এক উদযাপন, এক উৎসব যেখানে মানুষই তথা প্রকৃতি সকলেই ব্যস্ততা ভুলে গিয়ে মেতে উঠতে চায়। দোল বা হোলি বসন্তের বড় আপন উৎসব। এই উৎসব হলো মন রাঙানো রঙের উৎসব। সমস্ত জীর্ণতা ভেঙে ফেলার উৎসব। তাই এই বসন্ত ঋতু সব অর্থে রঙিন। এই উৎসবে মানুষ ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্ট ভুলে জাতি ধর্ম বর্ণ মিলেমিশে মেতে ওঠে রঙের আনন্দে। আর এই রঙের উৎসব যেন সবার মনে দোলা দিয়ে জানান দিল , ঋতু রাজ বসন্তের আগমন । একে অপরকে আবিরে রাঙ্গিয়ে রঙের উৎসবে মাতলো বসন্তের দোল উৎসব। শনিবার দুপুরে বিলোনিয়া হাতি পার্কে মহকুমা ভিত্তিক দোল উৎসবের সুচনা হয় দক্ষিণ জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্তের হাত ধরে। সাথে ছিলেন ভারত চন্দ্র নগর ব্লকের চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, জিলা পরিষদের সহ সভাধিপতি বিভীষণ চন্দ্র দাস , বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, কাউন্সিলার রীনা দাস সহ অন্যান্য অতিথিরা। বিভিন্ন শিল্পীদের দ্ধারা পরিবেশিত নৃত্য সংগীত ও সাঁওতালি নৃত্য ,বিভিন্ন রং এ রাঙ্গিয়ে পালিত হয় বসন্তের দোল উৎসব । তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই দোল উৎসব আয়োজিত হলেও সহযোগিতায় ছিলেন দক্ষিণ জিলা পরিষদ ও ভারত চন্দ্র নগর ব্লক । যাই হোক বসন্তের আগমনে উপস্থিত অতিথি থেকে শুরু করে বসন্তের দোলায় এলাকাবাসীরা দোল উৎসবে নানা রং এ নিজেকে রাঙিয়ে রং এর আনন্দে মেতে উঠেছে আজ।