ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ।। টিসিএ-তে দুর্নীতি চলছে। এর বিরুদ্ধে ফের একবার সোচ্চার হলেন আগরতলা শহরের অধিকাংশ ক্লাবগুলো। শুক্রবার টিসিএ-তে সভাপতি তপন লোধের কাছে এই নিয়ে অভিযোগ পত্র জমা দিলেন ক্লাবের কর্মকর্তারা। এই ক্লাবগুলোর প্রতিনিধিদের অভিযোগ, নিয়ম মেনে কাজ হচ্ছে না এখন টিসিএ-তে। প্রসঙ্গক্রমে তারা তুলে ধরলেন এমবিবি স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর বিষয়টি। এর জন্য নাকি টেন্ডার হয়েছে ১৬ কোটি টাকার। তবে যিনি এই টেন্ডারের ক্লিয়ারেন্স দিয়েছেন তিনি নাকি একজন সিভিল ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি অবসর প্রাপ্ত বাস্তুকার। বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে ফ্লাড লাইটের বিষয়। এক্ষেত্রে তো ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারের অনুমতি প্রয়োজন। যেটা সি.পি.ডব্লিউ.ডি-র নিয়মে রয়েছে। এই নিয়ম তো মানা হলো না এমবিবি স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানোর ক্ষেত্রে। একই সঙ্গে ক্লাবের প্রতিনিধিরা অভিযোগ করলেন, টিসিএ-তে রাজ্যের ক্রিকেট তথা ক্রিকেটারদের টাকা নয়ছয় হচ্ছে। এটাকে কোনো ভাবেই মেনে নেয়া যায় না। তাই এর বিরুদ্ধেই টিসিএর সভাপতির কাছে বিষয়গুলো সঠিকভাবে খতিয়ে দেখার জন্য মেমোরেন্ডাম তুলে দিলেন ক্লাবগুলোর প্রতিনিধিরা। এই প্রতিনিধি দলের মধ্যে ছিলেন মৌচাক , চলমান , শতদল, ওপিসি, জেসিসি, ইউবিএসটি, ব্লাডমাউথ এবং হার্ভে ক্লাব। অভিযোগ পত্র তো জমা পড়লো ঠিকই। এখন টিসিএ যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তখন কি করনীয় থাকবে ক্লাবগুলোর জানতে চাওয়া হলে জেসিসি ক্লাবের প্রতিনিধি বললেন, পরবর্তী পর্যায়ে তারা উপরের স্তরের দিকেই এগোবেন। এই ভাবে তো চলতে দেয়া যায় না রাজ্য ক্রিকেট সংস্থাকে। টিসিএর সভাপতি তপন লোধ ক্লাবগুলোর বক্তব্য শুনলেন। অভিযোগপত্রও নিলেন তিনি। এখন দেখার এই বিষয়গুলো নিয়ে কি ভাবনা চিন্তা করে টিসিএর বর্তমান কমিটি।