নিজস্ব প্রতিনিধি আগরতলা।
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস । এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ইতিমধ্যেই সাড়া রাজ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের পক্ষ্য থেকে নেওয়া হয়েছে। জায়গায় জায়গায় চলছে ব্যাপক তল্লাসি। কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে আবার রাজ্যে আসছে ফেব্রুয়ারি মাসে হতে চলেছে বিধানসভা নির্বাচন। সে দিকেও লক্ষ্য রেখে নিরপত্তা ব্যবস্থায় কোন ধরনের খামতি রাখতে নারাজ প্রশাসন। স্বভাবতই বিভিন্ন বাজার হাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় , রাস্তার মোরে মোরে , বিভিন্ন প্রবেশ পথে থেকে শুরু করে নাকা পয়েন্ট সব জায়গায় ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের। একদিকে যেমন এই চিত্র প্রত্যক্ষ করা যাচ্ছে তেমনি রাজ্যের সীমান্তবর্তী এলাকাতে এবং সীমান্তের কাটা তার বরাবরও দেখা যাচ্ছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের টহল। কড়া প্রহরায় রত এই জওয়ানরাও। লক্ষ্য একটাই যাতে সীমান্তের ওপার থেকে কোন ধরনের কোন অপ্রীতিকর ঘটনা সংগঠিত না হয়। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাকেও যাতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আবদ্ধ করা যায়। সাড়া দেশের সাথে রাজ্যেও যাতে আসন্ন প্রজাতন্ত্র দিবস শান্তিতে সম্পন্ন করা যায় এই লক্ষ্যে সীমান্তে এখন চলছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের টহল। এই চিত্র মঙ্গলবার সামনে আসল আগরতলার লঙ্কামুরা বর্ডার এলাকা থেকে। বিএসএফের জওয়ানদের টহলদারির এই দিকটি এক কথায় রাজ্যে আসন্ন প্রজাতন্ত্র দিবস পালন এবং বিধানসভা নির্বাচনের নিরিখে যে কতটা তাৎপর্যপূর্ণ তা এর থেকেই অনেকটা অনুমান করা যায় এমনটাই সচেতন মহল মনে করছে।
Images courtesy copy from Google images
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.