এই খবরের কোনো ভিডিও নেই |
মিশন ২০২৪-এ ১৬০ আসন টার্গেট বিজেপির, জাতীয় কর্মসমিতির বৈঠকে প্রস্তুত পরিকল্পনা
দেশ / National
Tuesday, January 17, 2023
নয়াদিল্লি,১৭ জানুয়ারি।।
২০২৪-এর লোকসভা নির্বাচনে আরও বড় জয়ের লক্ষ্যে ১৬০ আসনকে টার্গেট করল বিজেপি। দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে এ ব্যাপারে স্পষ্ট করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, বিজেপি ১৬০টি লোকসভা আসন চিহ্নিত করেছে। যেখানে বিশেষ প্রচার চলবে। এ জন্য ১ লক্ষেরও বেশি বুথে আরও ব্যাপক জনসংযোগের কাজ হাতে নেওয়া হয়েছে। বিজেপির পক্ষ থেকে অমিত শাহ টার্গেট ফিক্সড করে জানিয়েছে, ২০১৯-এর থেকে বড় জয় আসছে।অমিত শাহ এদিন ফের একবার চূড়ান্ত করে দিয়েছেন ২০২৪-এ বিজেপির প্রধানতম হাতিয়ার হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় কর্মসমিতির বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত হয়েছে। ২০২৪-এর নির্বাচনে আরও একটা বড় জয়ের লক্ষ্যে নেওয়া হয়েছে কৌশলও। ১৬০ আসনকে টার্গেট করে প্রচারে ঝড় তুলতে প্রধানমন্ত্রীই প্রধান মুখ বিজেপির।২০২৪-এর লোকসভা ভোট জিততে ২০২৩-কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আগেই জানিয়ে দিয়েছিলেন জেপি নাড্ডা। কেননা এ বছর ৯টি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। এই ৯ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল অনেক কিছু নির্ধারণ করে দেবে। সে জন্য ২০২৩-এ ৯ রাজ্যই জিততে চাইছে বিজেপি। তারপর তারা ২০২৪-এর লোকসভাকে পাখির চোখ করতে চাইছে।এই ৯ রাজ্য জিততে এবং তারপর ২০২৪-এ আরও বড় সাফল্য নিয়ে আসতে দলকে কী করতে হবে, তার রূপরেখা তৈরি করা হয়েছে জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে। সেখানে যেমন বুথকে শক্তিশালী করার বার্তা দেওয়া হয়েছে, তেমনই বিজেপির পক্ষ থেকে ১৬০টি লোকসভা আসন বেছে নেওয়া হয়েছে। সেখানে বিশেষ প্রচার চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি ২০১৯-এর ফলাফলকেও টপকে যাবে বলে দাবি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ব্যাখ্যা করেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরায় জয়ী হয়েছিল বিজেপি। কর্নাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে ক্ষমতা হারিয়েছিল। জোট সরকার গড়েছিল মেঘালয়, মিজোরামে। তারপরও ২০১৯-এ তিনশোর গণ্ডি পেরিয়ে গিয়েছিল বিজেপি।