জনদর্পন... জনতার প্ল্যাটফর্ম
Reach out to us

  +91 - 7005571681

আসছে বছর আবার হবে ।




এই খবরের কোনো ভিডিও নেই |

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৫ ভারতীয় সহ ৬৮ জনের মৃতদেহ উদ্ধার

বিদেশ/ International

Sunday, January 15, 2023


কাঠমান্ডু,১৫ জানুয়ারি । নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। ৫ ভারতীয় সহ ৬৮ জনের মৃতদেহ উদ্ধার। মৃত ৫ ভারতীয়ই উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা। ১৩ জানুয়ারি নেপালে বেড়াতে গিয়েছিলেন গাজিপুরের ৫ জন। রবিবার কাঠমান্ডু থেকে পোখরাগামী বিমান দুর্ঘটনায় মৃত্যু ৫ ভারতীয়র। অবতরণের ১০ সেকেন্ড আগে ভেঙে পড়ল কাঠমান্ডু থেকে পোখরাগামী বিমান। পোখরা বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার দূরে সেতি নদীর কাছে ভেঙে পড়ল বিমান। ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে ভেঙে পড়ল বিমান ভেঙে পড়ার পরই বিমানে আগুন। নেপালে বিমান দুর্ঘটনায় ৫ ভারতীয় সহ ৬৮ জনের মৃতদেহ উদ্ধার। ১৯৯২ সালের পর থেকে এটিই নেপালের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে এভিয়েশন সেইফটি নেটওয়ার্কের ডেটাবেইজ থেকে দেখা যায়। ঐ বছর পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস এর একটি এয়ারবাস এ-৩০০ বিমান কাঠমান্ডু-তে অভিগমনের সময়ে একটি পাহাড়ের ধারে আছড়ে পড়ে। ঐ ঘটনায় বিমানের ১৬৭ আরোহীর সবার মৃত্যু হয়েছিল।বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় যে, বিমানটি ‘সেটি’ গিরিখাত থেকে সকাল ১০:৫০ মিনিটে (০৫০৫ জিএমটি) বিমানবন্দরের সাথে যোগাযোগ করে। “তারপর সেটি দুর্ঘটনায় পতিত হয়।”ঘটনার তদন্তে এরইমধ্যে একটি প্যানেল গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেল সাংবাদিকদের জানান, আগামী ৪৫ দিনের মধ্যে এই প্যানেল তদন্ত প্রতিবেদন জমা দেবে।পাহাড়বেষ্টিত হিমালয়ের দেশ নেপালে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে বিমানযাত্রী প্রায়ই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ২০০০ সাল থেকে এই পর্যন্ত দেশটিতে বিমান দুর্ঘটনায় ৩০৯ জন নিহত হয়েছেন।  Images courtesy copy from Google images



Contact Us
Phone: +91-8794840801/7005571681
Email: janadarpannews@gmail.com

© Copyright, 2021-22 janadarpan.com. All Rights Reserved. Developed and Maintained by Chevichef Private Limited.

Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India. Any unauthorized use of any image is prohibited.