ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। চার দিনের রাজ্য সফরে আসছেন বিশ্বখ্যাত বডিবিল্ডার আরম্বাম ববি সিং। আগামী ১৪ জানুয়ারি দেশের গর্ব বডি বিল্ডিং এবং ফিটনেস ইন্ডাস্ট্রির আইকন, একাধিকবার মিস্টার ওয়ার্ল্ড, মিস্টার ইউনিভার্স, মিস্টার এশিয়া, মিস্টার ইন্ডিয়া টাইটেল বিজয়ী মনিপুর নিবাসী আরম্বাম ববি সিং ত্রিপুরায় আসছেন। তিনদিন রাজ্যে অবস্থানকালে তিনি ফিটনেস এবং বডিবিল্ডিং এর সঙ্গে জড়িত রাজ্যের ছেলেমেয়েদের এ বিষয়ে টিপস দেবেন। কলা কৌশল শেখাবেন কিভাবে নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। একদিনের একটি ফ্রি ফিটনেস ওয়ার্কশপ করা হবে রাজ্যের খেলোয়ারদের নিয়ে। উল্লেখ্য, গত ডিসেম্বরে ১৩তম ওয়ার্ল্ড বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ এবং ১৪তম মিস্টার ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে জাজ হিসেবে অংশ নিয়ে ত্রিপুরার তনয় দাস এতটাই অভিজ্ঞতা অর্জন করেছেন, উনার মতে রাজ্যের বডিবিল্ডিং এবং ফিটনেস বিষয়ক খেলোয়ারদের উন্নতির জন্য এ ধরনের উদ্যোগ একান্তই আবশ্যক। এক বিবৃতিতে তনয় দাস এ বিষয়ে জানিয়েছেন।
Images courtesy copy from Google images
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.