নয়াদিল্লি, ২২ ডিসেম্বর।।
ফের করোনা নিয়ে চিন্তা বাড়ছে। ইতিমধ্যেই চীনে ওমিক্রণের নতুন সাব ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়াতে শুরু করেছে। তাই এবার ভারতকেও কড়া পদক্ষেপের পথে হাঁটতে হচ্ছে। আপাতত এখন দেশে অনেকটাই নিয়ন্ত্রিত এই মারন ভাইরাস। তাই কোনভাবেই যাতে করোনা আর মাথা চারা দিয়ে উঠতে না পারে সেই কারণে ইতিমধ্যেই ব্যবস্থা নিতে শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রক।
জানা গিয়েছে এই পরিস্থিতিতে করোনা ছড়িয়ে পড়া আটকাতে ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে পরামর্শ পাঠিয়েছে নয়াদিল্লি। সূত্রের খবর বেশ কিছু দেশের করোনা পরিস্থিতির দিকে নজর দিয়ে এবার রাজ্যগুলিকে নতুন নির্দেশিকা পাঠাতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এই নিয়ে চিকিৎসকদের সংগঠন আইএমএ-র তরফে আট দফা পরামর্শ দেওয়া হয়েছে। এই নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
জানা গিয়েছে, চীন ভ্রমণের ইতিহাস রয়েছে এমন যাত্রীদের ক্ষেত্রে কড়া নজরদারির পথে হাঁটতে পারে কেন্দ্র। বিদেশ থেকে আসা যাত্রীদের টেস্টের স্যাম্পেলিং শুরু হয়েছে ইতিমধ্যেই। আগের মত আবার করোনার পরীক্ষা বাড়ানো এবং কুয়ারেন্টাইন সেন্টার তৈরি নিয়েও রাজ্যগুলিকে নির্দেশ দিতে পারে কেন্দ্র। ইতিমধ্যেই করোনার নতুন প্রজাতিকে চিহ্নিত করতে জেনোম সিকোয়েন্সিং বাড়াতে বলেছে কেন্দ্র।
এদিকে সামনে উৎসবের মরশুম। তাই বড়দিন নববর্ষের কথা মাথায় রেখে ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কিছু করার নির্দেশিকা দিতে পারে কেন্দ্র। এদিকে বড় জমায়েত এড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বৃহস্পতিবার উৎসবের মরশুমে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি দূরত্ব বিধি মানার কথা বলেছেন।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.