নিজস্ব প্রতিনিধি আগরতলা।
রাজধানী আগরতলার শহরতলীর একটি পিছিয়ে থাকা গ্রাম হল যোগেন্দ্রনগর আম্বেদকর পল্লী গ্রাম। এই গ্রামের অধিকাংশ মানুষই শ্রমজীবী। আর্থিক দিক দিয়ে পিছিয়ে থাকা এই গ্রামটির সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিগত বেশ কিছুদিন আগেই গ্রামটিকে দত্তক হিসাবে নেয় আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিট। দত্তক নেওয়া মানেই একটা গুরু দায়িত্ব গ্রহণ করা। সেটা উপলব্ধি করেই দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিনিয়তই কলেজের এনএসএস ইউনিটের সদস্যরা রয়েছেন এই গ্রামের মানুষের পাশে। করোনা কালেও এই গ্রামে অনেক কর্মসূচী সংঘটিত করেছে মহিলা কলেজ কর্তৃপক্ষ। আর্থিক দিক দিয়ে ইউনিটের সদস্যরা দুর্বল হলেও, মানসিক দিক দিয়ে যে দুর্বল নয়, তা আবারো তাদের পাশে থেকে প্রমাণ করলেন তারা। এনএসএস স্বেচ্ছাসেবীরা টিফিনের টাকা বাঁচিয়ে এবার এই গ্রামের দুস্থ মানুষগুলির হাতে তুলে দিলেন শীতবস্ত্র। রবিবার সরকারি ছুটির দিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়েই তারা সম্পন্ন করলেন এই শীত বস্ত্র প্রদান কর্মসূচিটি। এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস। ছিলেন কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে ইউনিটের সদস্যরা। শীতের সময়ের শীতবস্ত্র পেয়ে স্বাভাবিকভাবে খুশি এলাকার সুবিধাভোগীরা। এদিনের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলেজ কর্তৃপক্ষ জানান, এনএসএস মানেই আমি আমরা নই, আমরা সকল সকলের জন্য। এই ভাবনা নিয়েই কলেজের এনএসএস ইউনিট গ্রামটিকে দত্তক হিসেবে নিয়েছে। তবে এই কাজটা ইউনিটের একার পক্ষে সম্ভব নয়। এর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.