নিজস্ব প্রতিনিধি আগরতলা।
কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আয়োজন করা হয়েছিল বুথ বিজয় অভিযানের। বিজেপি দলের যারা কার্যকর্তা তাদের সাথে সংযোগ স্থাপনের জন্য এই বুথ বিজয় অভিযানের আয়োজন হয়। রবীন্দ্রভবনে আনুষ্ঠানিকভাবে এই বুথ বিজয় অনুষ্ঠানের সূচনা করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই বুথ বিজয় অভিযানের পর থেকে দলীয় কর্মীর যথেষ্ট উদ্যোগী হয়ে উঠেছে। তাই বড় ধরনের কর্মসূচি নিয়ে আগামী ২৭ তারিখ থেকে ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা ঘর ঘর বিজেপি এই নতুন কর্মসূচিতে শামিল হবে। তাদের হাতে থাকবে রিপোর্ট কার্ড। ত্রিপুরা রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রেই একযোগে চলবে এই কর্মসূচি। প্রতিটি বুথে বুথে প্রত্যেকের বাড়িতে বিজেপির কর্মকর্তারা যাবেন। বাড়ি বাড়ি গিয়ে দলীয় পতাকা পরিবার গুলোতে দেওয়া হবে। পাশাপাশি নিজ নিজ সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি কি কাজ করেছে সেই রিপোর্ট কার্ড গুলি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। তাছাড়া বিজেপি দলের প্রতীক পদ্ম ফুল বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করা হবে। বর্তমান সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরা হবে সাধারণ জনতার কাছে। তাছাড়া দলীয় ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানটিকে মেগা মন কি বাত অনুষ্ঠানে রূপ দেওয়া হবে।প্রতিটি বিধানসভা কেন্দ্রের কোন এক জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য আয়োজন করা হবে। সেখানে দলের নেতৃত্ব উপস্থিত থাকবেন। মন কি বাত অনুষ্ঠান শেষে, নেতৃত্তের সাথে কর্মী সাধারণের মতবিনিময় হবে। এরপরেই আনুষ্ঠানিকভাবে ঘরঘর বিজেপি কর্মসূচি রূপায়ণে দলের কর্মকর্তারা ঝাঁপিয়ে পড়বেন। এইকাজে ভারতীয় জনতা পার্টির ৭০০০ কর্মকর্তা অংশগ্রহণ করবেন বলে জানালেন প্রদেশ বিজেপি সভাপতি। ৬০টি বিধানসভা কেন্দ্রে কর্মসূচি রূপায়ণের জন্য ৬০ জন নেতাকে এর জন্য পরিপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত বিজেপি সরকার রাজ্যে কি কি কাজ করেছে এবং বিজেপি সরকারের সাফল্যের খতিয়ান জনগণের সামনে তুলে ধরতেই আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। তাছাড়া বর্তমান সরকার মানুষের জন্য উন্নয়নের কাজগুলো যে বাস্তবায়ন করেছে সেগুলির প্রকাশ্যে আনার জন্য এই ঘর ঘর বিজেপি অভিযান কর্মসূচি, বলে কৃষ্ণনগরে দলীয় সদরদপ্তরে এক সাংবাদিক বৈঠকে জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.