নিউ দিল্লি ২৫ নভেম্বর: আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কমপ্লেক্সে এইমসের মতো প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে দাবি রাখলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। শুক্রবার দিল্লিতে প্রাক বাজেট নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর সঙ্গে বৈঠক করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উপমুখ্যমন্ত্রী দাবি রাখেন এইমসের আদলে প্রতিষ্ঠান গড়ে তোলার ।তিনি বলেন স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি এই অঞ্চলের স্বাস্থ্য পর্যটন কেন্দ্রের বিকাশ সহায়ক হবে এই প্রতিষ্ঠান। বৈঠকে উপ- মুখ্যমন্ত্রী বলেন একটি ডেন্টাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই কলেজের জন্য ৪১৪ কোটি বরাদ্দের দাবি জানান তিনি।পাশাপাশি জিষ্ণু দেব বর্মণ দাবি জানান ৫০০ কোটি টাকার অনুদান দেওয়ার ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় সার্বিক উন্নয়নের কাজ ত্বরান্বিত করার জন্য।তিনি প্রস্তাব রাখেন গ্রে ফার্টিলাইজার ও গ্রিন হাইড্রোজেন উৎপাদনের জন্য একটি ইন্টিগ্রেটেড প্ল্যান্ট স্থাপনের ভারত সরকারের সাথে অংশীদারিত্ব মূলক ব্যবস্থায়।বৈঠকে গ্রামীণ ও জনজাতীয় অধ্যুষিত এলাকায় সোলার মাইক্রো গ্রিড স্থাপনের জন্য ১০০ কোটি টাকার সহায়তা দাবি করেন জিষ্ণু দেব বর্মন।অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান রাজ্যগুলির ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এর জন্য আর্থিক সহায়তা ছয়গুন বৃদ্ধি করায়।এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.