নিজস্ব প্রতিনিধি জনদর্পন : প্রতাপগড় বিধানসভা এলাকায় জনসংযোগে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব।শুনলেন মানুষের কথা।ভারতীয় জনতা পার্টির সরকার সুদৃঢ় হোক দীর্ঘসময় থাকুক এটাই মানুষ চান বলে দাবি করলেন বিপ্লব কুমার দেব। বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতাপগড় বিধানসভার ঋষিপাড়া এলাকায় একটি বস্তিতে যান। এটি আগরতলা পুর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডের অধীন। এদিন বিপ্লব দেবের সঙ্গে ছিলেন বিধায়ক রেবতী মহ্ন দাস, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিজেপির সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ মণ্ডল স্তরের নেতারা। বিপ্লব কুমার বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। কেন্দ্র ও রাজ্যের সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুযোগ সুবিধা কতটুকু পাচ্ছেন সে বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন,ত্রিপুরার মানুষের সার্বিক জীবন যাপনের মান উন্নয়ন হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। আগামী দিনে মানুষের জীবন যাপনের মান আরো বেশি সুন্দর হবে। এই আশা ব্যক্ত করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন ডাবল ইঞ্জিনের সরকারের কাজ যেভাবে চলছে ত্রিপুরার মানুষের সার্বিক জীবনযাত্রা মান উন্নয়ন হয়েছে। আগামী দিনে জীবন যাত্রার মান আরো উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেন বিপ্লব দেব।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.