ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর।।
শুক্রবার থেকে অভিযান শুরু করছে ফরোয়ার্ড ক্লাব। শিল্ডের সেমিফাইনালে গেলোবারের লিগ জয়ী ফরোয়ার্ডের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল বীরেন্দ্র ক্লাব। এবছর স্বপ্ন একটাই, দ্বিমুকুট জয় করা। ওই স্বপ্ন পূরণ করার লক্ষ্য নিয়েই এবছর দল গড়া হয়েছে। স্বপ্নকে বাস্তবায়নের প্রথম ধাপ হিসাবে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ফরোয়ার্ড ক্লাব। বুধবার স্থানীয় একটি রেস্তোরায় সাংবাদিক সম্মেলনে অনেকটা দৃঢ়তার সঙ্গে ওই কথা বলেন ক্লাব কর্তারা। এবছর লাল-হলুদ দলকে নেতৃত্ব দেবেন রক্ষণভাগের স্তম্ভ রতন কিশোর জমাতিয়া। ডেপুটি হিসাবে থাকবেন মাঝমাঠের ফুটবলার সুকান্ত জমাতিয়া। দুই বিদেশী এবং ভিনরাজ্যের ৭ ফুটবলারকে দিয়ে এবছর সাজানো হয়েছে দল। বিদেশী ফুটবলার হিসাবে দলের আক্রমণভাগে তেজী ভাব আনবেন গেলোবছর দলের খেলা খেলে যাওয়া লুইস এবং এবং নবাগত নাইজেরিয়ান থেকে আসা ফুটবলার আফিজ। ক্লাব সচিব পার্থ সারথি গুপ্ত বলেন,"গেলোবছরে স্বপ্ন পূরণ করার লক্ষ্য নিয়েই ২২ লাখ টাকা খরচে গড়া হয়েছে দল। আমাদের লক্ষ্য দ্বিমুকুট জয়ের পাশাপাশি ভালো খেলা উপহার দিয়ে ফুটবলপ্রেমীদের মাঠে টানা। বিশ্বাস করি ওই দুটি কাজই এবার আমাদের ফুটবলাররা দক্ষতার সঙ্গে করে দেখাবে"। এবছরও ক্লাবের জার্সি স্পনসর করেন সিনটেক্স ও হিন্ডওয়ারের ত্রিপুরা শাখার কর্মধার বাসুদেব চৌধুরি। এছাড়া এম এল প্লাজার কর্ণধার রতন সাহাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে ক্লাব থেকে জানানো হয়। সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী হলেও ফরোয়ার্ড কোচ সুভাষ বসু-র দুশ্চিন্তা মাঠ নিয়ে। এবার খেলা হবে উমাকান্ত মিনি স্টেডিয়ামের অ্যাস্টোটার্ফে। ওই মাঠে স্থানীয় ফুটবলারদের খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে। রাজ্য ফুটবল সংস্থার সচিবের সহযোগিতায় মাত্র ৩ দিন অ্যাস্টোটার্ফে অনুশীলন কতরার সুযোগ পেলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় মনে করেন কোচ। ফলে কিছুটা দুশ্চিন্তা নিয়েই মাঠে নামতে হবে ফরোয়ার্ডকে। লাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত চিলেন ক্লাবের সভাপতি কৃষ্ণ কমল বনিক, সহসভাপতি অমল বনিক এবং ফুটবল দল গঠনের আহ্বায়ক বাসুদেব চৌধুরি। ফরোয়ার্ড: অমিত জমাতিয়া, বুলে মনি জমাতিয়া, রতন কিশোর জমাতিয়া (অধিনায়ক), সুকান্ত জমাতিয়া (সহ অধিনায়ক), অবর্ণ হরি জমাতিয়া, প্রীতম হুসেন, বিনোদ কুমার জমাতিয়া, জাবেদ ডার্লং, সি সিয়ামা, শুভম চৌধুরি, সাবাত জমাতিয়া, জগৎ হরি জমাতিয়া, বয়ার জমাতিয়া, ভক্ত সাধান জমাতিয়া, সুস্থ হরি জমাতিয়া, এলমিনহাও কিলং, লুইস, লালতনজাম, মালেমিন, মহ: শাহজাহান, সানা সিং এবং আফিজ। কোচ: সুভাষ বসু, ম্যানেজার: বিমল বনিক।