ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর।।
উদ্বোধন হলো রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার। ৬ দলীয় আসরের উদ্বোধন করেন সোমবার প্রাক্তন ফুটবলার মিল্টন ঘোষ। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার , রাজ্য ফুটবল সংস্থার সচিব অমিত চৌধুরি, যুগ্ম সচিব পার্থ সারথি গুপ্ত এবং সংস্থার কর্তারা। বল লাথি মেরে আসরের উদ্বোধন করার পর দুদলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হয়েছেন উপস্থিত অতিথিরা। এদিন জমজমাট উদ্বোধনী ম্যাচে লালবাহাদুর ব্যায়মাগার ৫-৩ গোলে পরাজিত করে জুযেলস অ্যাসোসিয়েশনকে। মূলত দমের ঘাটতি থাকায় হারতে হলো জুয়েলসকে। নতুবা প্রথমার্ধে জোড় লড়াই ছুড়ে দিয়েচিলেন কর্ণেন্দু দেববর্মার ছেলেরা। এদিন ম্যাচ শেষে লালবাহাদু কোচ খোকন সাহা বলেন,"মরশুমের প্রথম ম্যাচ হওয়ায় শুরুতে কিছুটা ছন্নছাড়া ছিলো দল। তবে সেমিফাইনালে আরও ভালো খেলবে"। সেমিফাইনালে প্রতিপক্ষ এগিয়ে চলো সঙ্ঘ। খোকন বলেন,"এগিয়ে চলো অনেক সঙ্ঘবদ্ধ দল। ওদের বিরুদ্ধে জয় পেতে হতে শক্তি বাড়াতে হবে। সেই মোতাবেক দুজন ফুটবলারকে চেয়েছি আমি"। জানা গেছে, একজডন বিদেশী ফুটবলার এবং একজন মাঝমাঠের ফুটবলার আনতে পারে সেমিফাইনাল ম্যাচের আগে লাল হলুদ দল।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.