নিজস্ব প্রতিনিধি জনদর্পন : শান্তিবাজারে প্রধান বিরোধী দলে ভাঙন। প্রাক্তন বাম অঞ্চল যুব নেতা সহ কয়েকজন গেরুয়া শিবিরে শামিল। তাদের বরণ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নির্বাচন এখনও ঘোষণা হয়নি। তবে ঘনিয়ে আসছে। যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই বিরোধী দল ভাঙছে। অনেকেই সিপিএম- কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করার অঙ্গীকার করছেন। শনিবারও এর ব্যতিক্রম হয়নি। এদিন বিজেপি শান্তিরবাজার মণ্ডলের কার্যকর্তা দেবাশীষ ভৌমিকের বাড়িতে যান কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক।দলীয় কার্যকর্তাদের সঙ্গে চা-চক্রে অংশ নেন। তখনই এলাকার প্রাক্তন বাম যুব সংগঠনের অঞ্চল সম্পাদক গোপাল দেবনাথ সহ কয়েকজন সমর্থক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের রাজনীতির উপর আস্থা ব্যক্ত করে ভারতীয় জনতা পার্টিতে সামিল হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন। প্রতিমা ভৌমিক তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ভারতীয় জনতা পার্টি পরিবারে স্বাগত জানান।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.