ক্রীড়া প্রতিনিধি জনদর্পন : চলতি বছরে রাজ্যের স্কুল স্তরের খেলাধুলার আয়োজন থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে ক্যালেন্ডার তৈরি করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় ত্রিপুরস স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। শনিবার অফিস লেন শিক্ষা শিক্ষা ভবনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তার কার্যালয়ের কনফারেন্স হলে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক সাধারণ সভা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিন প্রদীপ কুমার চক্রবর্তী,অধিকর্তা সুবিকাশ দেববর্মা, যুগ্ম অধিকর্তা তথা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমং মগ, উপ-অধিকর্তা বনজিৎ বাগজী, বিভিন্ন জেলার জিলা সভাধিপতি, তাদের প্রতিনিধি, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের প্রতিনিধি সহ অন্যান্য জেলা-মহকুমার প্রতিনিধি ও আধিকারিকেরা॥ বৈঠকে সিদ্ধান্ত হয় চলতি বছরে রাজ্যের স্কুল স্তরের খেলাধুলার আয়োজন থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে ক্যালেন্ডার তৈরি করার বিষয়ে। পাশাপাশি জাতীয় স্কুল স্তরের বিভিন্ন টুর্নামেন্টে রাজ্য দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এই সাধারণ সভায়। চলতি অর্থবছরে ক্রীড়া খাতে বরাদ্দ করা বাজেটও অনুমোদিত হয় এই গুরুত্বপূর্ণ সভায়। এছাড়া, স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া-র চলতি ক্রীড়া বছর ২০২২-২৩ এর রূপরেখা অনুযায়ী জাতীয় স্কুল স্তরের ক্রীড়াসূচি নিয়েও এই বৈঠকে আলোচনা হয়। এদিন বৈঠকে মন্ত্রী বলেন, খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা, নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলা রাজ্য সরকারের একটি বিশেষ পদক্ষেপ।