উদয়পুর প্রতিনিধিঃ উদয়পুর শহরের নাট্যদল অভিমুখ এর আয়োজনে আগামী ২৭ ফেব্রুয়ারী অর্থাৎ রবিবার সন্ধ্যা ৫.৩০ মিনিটে উদয়পুর রাজনগরের রাজবাড়ী প্রাংগনে মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক বিসর্জন।এই নাটকে অভিনয় করছে এই রাজ্যের একঝাক তরুন নাট্যশিল্পী রঘুপতি,জয়সিংহ,অপর্না,গুনবতি,গোবিন্দ মানিক্য চরিত্রে অভিনয় করছে দেবানু ভট্টাচার্য, পিযুশ দাস,দিপেন্তি ঘোষ,স্নিগ্ধা সরকার, সুমন মজুমদার। তাছাড়া অভিনয়ে আছে প্রিতম কর,দিপংকর ঘোষ,দেবজ্যোতি চৌধুরী প্রমুখ।এই নাটকে আলো করছেন নন্দন দেব।সংগীত - সুকান্ত ঘোষ ও সংকর্ষন ঘোষ।পোশাক ও উপকরণ করছে অনুরাগ সাহা। সমগ্র পরিকল্পনা, ভাবনা ও বিন্যাস করছে রাজ্যের তরুন নাট্য পরিচালক - অভিজিৎ দাস। অভিমুখ নাট্যদল ২০১৫ সাল থেকেই রাজ্য এবং রাজ্যের বাইরে সুনামের সাথে তাদের নাট্যপ্রয়াস চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে বলতে গিয়ে নাট্যদলের সম্পাদক তথা এই নাটকের পরিচালক অভিজিৎ দাস সাংবাদিকদের জানান আগামী ২৭ ফেব্রুয়ারী রবিবার সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে।