নিজস্ব প্রতিনিধি বিলোনিয়া : বিলোনিয়ার প্রতিষ্টিত সাংস্কৃতিক সংস্থা কলাবিতান মিউজিক কলেজ বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিলোনিয়া পুরাতন টাউনহলে, উক্ত অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন এবং অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয় ,উক্ত অনুষ্ঠানে বিলোনিয়ার বিশিষ্ট গুনি শিল্পীদের তথা চিত্রশিল্পী, নাট্যশিল্পী, সংগীত শিল্পী, বাধ্য শিল্পী এবং নৃত্যশিল্পীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়,। এছাড়া সংস্থার এদিনের বিশেষ অনুষ্ঠান মালায় ছিল কবি প্রণাম ,রবীন্দ্র নিত্য, কথক নিত্য ,ভারতনাট্যম, রবীন্দ্রসঙ্গীত, শাস্ত্রীয় সংগীত ,আবৃত্তি, বাংলার নবান্ন, বাউল নিত্য, মাঝিদের নিত্য, রাজস্থানের লোকনৃত্য, আসামের বিহু নিত্য, চিত্রাঙ্গদা নৃত্যনাট্য, সবকিছু মিলিয়ে বিলোনিয়ার সংস্কৃতিপ্রেমী লোকদের এক মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলাবিদ্যার মিউজিক কলেজের পক্ষ থেকে। বিলোনিয়া শহরের সাংস্কৃতিক প্রেমী জনগণ এবং উক্ত সংস্থার কচিকাঁচা শিল্পীরা এবং তাদের অভিভাবকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপুর্ণ ছিল টাউন হল, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক , বিলোনিয়া পৌর পরিষদের চ্যায়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ এ এবং আরো বিশিষ্ট গুনিজনেরা। উক্ত অনুষ্ঠানে দেশের সাথে রাজ্য এবং বিলোনিয়াতে করণাকে জয় করার ক্ষেত্রে যাদের অবদান সর্বাগ্রে তাদের মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক জগদীশ চন্দ্র নমঃ এবং সেবিকা মিঠু মল্লিক বৈদ্যকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়, মাননীয় বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক সংস্থার এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে উক্ত সংস্থার ১৪ বছর বয়স পর্যন্ত সকল শিল্পীদের আর্থিক পুরস্কার ও ঘোষণা করেন এদিনের অনুষ্ঠানে,এদিন রাত দশটার পর ও বিলোনিয়া শহরের সংস্কৃতিপ্রেমী জনগন এবং অতিথিদের সকলের উপস্থিতিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলের মনকে মুখরিত করে তুলেছিল, উপস্থিত সকল অতিথি গুণীজনরা এবং সাংস্কৃতিক প্রেমী জনগণ সকলে উক্ত সংস্থার কর্ণধার জীবেশ দেব এবং ঝুমুর রানী দেবকে ধন্যবাদ জানান এবং সকলে উক্ত সংস্থার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।