খোয়াই প্রতিনিধি : বৃহস্পতিবার খোয়াই নতুন টাউন হলেএক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল খোয়াই পৌর পরিষদের প্রতিষ্ঠা দিবস। এদিন প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি দক্ষতা উন্নয়ন এবং শিল্প উদ্যোগ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতি মন্ত্রী রাজিব চন্দ্রশেখর। অনুষ্ঠানের শুরুতে ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজিব চন্দ্রশেখর সহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিগন।উক্ত অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, জেলাশাসক এল টি ডালং,, জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন খোয়ই পৌর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার বিজয় সিনহা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা। উদ্বোধক হিসেবে ভাষন রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজিব চন্দ্রশেখর বলেন মোদি জির নেতৃত্বে দেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। আগামী 25 বৎসরের মধ্যে নতুন ভারত গড়ারও তাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানটি কে পাথেয় করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুবিধা সমাজের শেষ প্রান্তের মানুষের কাছে সমান ভাবে পৌঁছে দেবার লক্ষ্যকে সামনে রেখে সরকার কাজ করছে। স্কিল পাওয়ার যোগ্য পরিবারগুলির কাছে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌছে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং আগামী বছরগুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়ণে একটি সেচুরেশন মডেল বানানোর লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন পিএম আবাস যোজনা, পিএম কৃষাণ সম্মন নিধি, আয়ুষ্মান ভারত, মুদ্রা স্কিম ইত্যাদি সুবিধাগুলি উপযুক্ত পরিবারগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া আগামী বছরগুলোতে জেলায় আরো বেশি করে যোগ্য পরিবারগুলিকে পিএম আবাস যোজনায় আওতায় আনতে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রাজ্য ক্রীড়া পরিষদের সচিব অমিত রক্ষিত বক্তব্য রাখতে গিয়ে বলেন পৌর এলাকায় বসবাসকারী মানুষের আর্থসামাজিক মানোন্নয়ন ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে খোয়াই পৌর পরিষদ ব্যাপক ভাবে কাজ করছে। প্রতিটি ঘরে পরিস্রুত পানীয় জল, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সহ নগরজীবনের বিভিন্ন সুবিধা সততা ও নিষ্ঠার সাথে পৌঁছে দেওয়ার কাজ করছে। এইদিন পুরো পরিষদের পক্ষ থেকে পৌর এলাকার চারজন সুবিধাভোগীর হাতে ই রিক্সার চাবি, তিনটি স্ব- সহায়ক দলের প্রত্যেককে এক লক্ষ টাকা করে এবং স্বচ্ছ ভারত মিশন স্কিমে দিনদয়াল স্বসহায়ক দলের সদস্যদের সরমানন সহ টুয়েপ প্রকল্পের পাঁচজন সুবিধাভোগীর হাতে টুয়েপ কাড তুলে দেন মন্ত্রী রাজীব চন্দ্র শেখর। অনুষ্ঠান শেষে খোয়াই জেলা প্রশাসনের কনফারেন্স হলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্র শেখর এর সভাপতিত্বে দক্ষতা বৃদ্ধি বিষয়ক এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী চন্দ্রশেখর বক্তব্য রাখতে গিয়ে বলেন মানুষের আর্থসামাজিক মানোন্নয়নে স্থানীয় চাহিদা মোতাবেক চাষাবাদ, উৎপাদন এবং স্থানীয় বাজার তৈরি করতে গুরুত্বারোপ করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি জয় দেব দেববর্মা, ক্রীড়া পর্ষদ সচিব অমিত রক্ষিত, জেলাশাসক এল টি ডালং, অতিরিক্ত জেলা শাসক সুশান্ত কুমার সহ জেলার বিভিন্ন কার্যালয়ের আধিকারিক ও কর্মীগণ।