সোহানুর রহমান (সোহান) বাংলাদেশ প্রতিনিধি: ভৈরব পৌর এলাকার ঘোড়াকান্দা গ্রামের মসজিদের নৈশ প্রহরী কামাল মিয়া খুনের ঘটনার প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী ও মাদক সম্রাট ওমান বাহিনীর প্রধান ওমান কে বি- বাড়িয়ার জেলার আখাউড়া থেকে গ্রেফতার করেছে র্যাব ১৪,সিপিসি ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। র্যাব সূত্রে জানা যায় খুনের ঘটনার পর থেকেই কামাল হত্যার প্রধান আসামী ওমান গা ঢাকা দেয় বিভিন্ন জায়গায় অবস্থান পরিবর্তন করে আত্মগোপন করতে থাকে।গোয়েন্দা তথ্যের মাধ্যমে খোঁজ পেয়ে র্যাব সদস্যরা ২৬ ফেব্রুয়ারী দিবাগত রাতে বি- বাড়িয়া জেলার আখাউড়া থেকে তাকে গ্রেফতার করে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি ভৈরব পৌর এলাকার ঘোড়াকান্দা মোল্লা বাড়ীর ছিদ্দিক মিয়ার ছেলে দীপুর সাথে পঞ্চবটি গ্রামের মারফত আলীর নাতি দূর্জয়ের মাদক সংক্রান্ত বিরোধ হয় উক্ত বিরোধের জেরে দূর্জয়ের বাহিনী দীপু কে উঠিয়ে নিয়ে যেতে চাইলে আওয়ামী নেতা সাত্তার মিয়ার ছেলে সাইফুল বাধা দেয় এতে দূর্জয় বাহিনীর সাথে সাইফুলের ঝগড়া হয়। উক্ত ঘটনার জেরে দূর্জয় বাহিনী ও ভৈরব পুর উত্তর পাড়ার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক সম্রাট ওমান বাহিনীর প্রধান ওমান তার শতাধিক সন্ত্রাসী সহ ধারালো অস্র ও দেশীয় দেশীয় অস্ত্র নিয়ে গত ২ ফেব্রুয়ারী ভোর বেলা ঘোড়াকান্দা গ্রামের আওয়ামীলীগ নেতা সাত্তার মিয়া বাড়ীতে পেট্রোল বোমা হামলা সহ ভাংচুর চালায়। সাত্তার মিয়ার বাড়ীতে হামলা করে ফিরে যাওয়ার সময় মাদক সম্রাট ও কুখ্যাত সন্ত্রাসী বহু অপকর্মের মহানায়ক ভৈরব পুর উত্তর পাড়ার অহিদ মিয়ার ও কোহিনুর বেগম ওরফে বেশসা সিলেটনি ছেলে ওমান বাহিনীর প্রধান ওমানের নেতৃত্বে ও নির্দেশে ঘোড়া কান্দা নির্মানাধীন জামে মসজিদের নৈশ প্রহরী কামাল মিয়া ও পঞ্চবটি পুকুর পাড় এলাকার শফিক মিয়ার বাড়ীর ভাড়াটিয়া জাকির মিয়া (২৬) কে রাস্তায় পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে।
মুমূর্ষু অবস্থায় আহতদের কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।চিকিৎসাধীন অবস্থায় ২ রা ফেব্রুয়ারী বুধবার দুপুরে ঘোড়াকান্দা গ্রামের মৃত লাল মিয়ার পুত্র মসজিদের নৈশ প্রহরী কামাল মিয়া মারা যায়।
এ ব্যাপারে ওমান কে ১ নং আসামী করে মোট ২৩ জনের নাম উল্ল্যেখ সহ অজ্ঞাতনামা ৪/৫ জন কে আসামী করে নিহতের ভাই জামাল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
মামলা নং ০৪,তারিখ ০২/০২/২০২২খ্রিঃ
অপরদিকে পুলিশ বাদী হয়ে ২ কে আসামী করে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে।
তাৎক্ষণিক অভিযান চালিয়ে র্যাব ১৪,সিপিসি, ৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা হত্যা মামলার এজাহার ভুক্ত ৪ আসামি ও ভৈরব থানা পুলিশ সন্দিগ্ধ ১ আসামী সহ এজাহার ভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান ওমান বাহিনীর অত্যাচারে ভৈরবের মানুষজন আজ অতিষ্ঠ ওমানের কারণে খালি হয়েছে কত মায়ের বুক খালি হইছে তা বলার বাইরে এই ওমানের কারণে এলাকার অনেক যুবক মাদকাসক্ত হয়ে এবং মাদক কারবারি সাথে জড়িত হয়ে ধ্বংসের মুখে চলে গেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবী জানাই যেন অতিশীঘ্রই আইনের মাধ্যমে এই খুনি ওমানের সঠিক বিচার করে তাকে ফাঁসি দেওয়া হয় এই শীর্ষ সন্ত্রাসীর মা ছেলের ক্ষমতার প্রভাবে ওমানের মা কোহিনুর বেগম ওরফে বেশসা সিলেটনির চরম অত্যাচারে স্থানীয় এলাকাবাসী অতিষ্ঠl
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.