ওয়েব ডেস্ক জনদর্পন : আমাদের রাজ্যের ছেলে নরেশ সরকার, পেশায় ডাক্তার হলেও সে অভিনেতা ও প্রযোজক। ইতিমধ্যে হিন্দি ও বাংলা বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্রে কাজ করে ফেলেছে। ডা: নরেশ সরকার ইতি মধ্যে অভিনেতা হিসেবে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। ছবি গুলির মধ্যে অন্যতম "রাজ নন্দিনী", "বোঝো ঠেলা"। আরো কয়েকটি ছবিতেও অভিনয় করার কথা চলছে।
তাঁর এন. সরকার এন্টারটেইনমেন্ট এর আর একটি কাজের আজ আত্মপ্রকাশ ঘটলো।।
সবার আশা নরেশ সরকার ভবিষ্যতে একজন বড় অভিনেতা হবে। ত্রিপুরা রাজ্যের মুখ উজ্জ্বল করবে।
এন. সরকার এন্টারটেইনমেন্ট এর "CHHUYE DE TUI AAMAY (ছুঁয়ে দে তুই আমায়) মিউজিক ভিডিও টি পরিচালনা করেছেন Naresh Sarkar & Ram Bera। একটি সুন্দর গল্পের উপর ভিত্তি করে এই কাজ। গল্পটা পরিচালক Naresh & Ram এর কাছ থেকে জানা গেল।
প্রেম আছে, থাকবে চিরন্তন। এই ভিডিও টি র মধ্যে সুন্দর একটি বার্তা রয়েছে। সেটা দেখার জন্য অবশ্যই ভিডিও টি দেখতে হবে।
এন. সরকার এন্টারটেইনমেন্ট এর Bengali অ্যালবাম " ছুঁয়ে দে তুই আমায় " এর ভাবনা পরিচালক Naresh Sarkar & Ram Bera এর।
Cast :- NARESH SARKAR & MUSKAN (TITHI ROY)
Song :- Chhuye De Tui Aamay(ছুঁয়ে দে তুই আমায় )
Album :- - Chhuye De Tui Aamay(ছুঁয়ে দে তুই আমায় )
গান : ছুঁয়ে দে তুই আমায়
শিল্পী : সত্যম(Satyaam)
সঙ্গীত : সত্যম
গীতিকার : Supratim
প্রযোজনা : নরেশ সরকার
পরিচালনা : Naresh Sarkar & Ram Bera
Make Up :- Bhaskar Barman
Producer :- NARESH SARKAR
Production House :- N SARKAR ENTERTAINMENT
নিবেদনে : এন. সরকার এন্টারটেইনমেন্ট।
আশাকরি এই মিউজিক ভিডিও টি সকল দর্শকদের ভালো লাগবে। পরিচালক ও প্রযোজক এর দৃঢ় বিশ্বাস।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.