এই খবরের কোনো ভিডিও নেই |
নদীর পানি দ্রুত বৃদ্ধি অব্যহত ভৈরব বাজারে নদী ভাঙ্গনে নিখোঁজ ২ ৪ ঘর তলিয়ে গেছে সংদস্যের এলাকা পরিদর্শন
বিদেশ/ International
June 19, 2022, 9:38 p.m.
সোহানুর রহমান সোহান বাংলাদেশ প্রতিনিধি : গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে শরস্থ বাগান বাড়ির পূর্ব পাশে মেঘনার তীরে আকস্মিক নদী ভাঙ্গন শুরু হয়, পানি তোড়ে মুহূর্তের মধ্যে করম আলী খাজা রাইস মিলের অফিস কক্ষ সহ একাংশ নদী গর্ভে বিলীন হয়। এছাড়াও সাথের রহমত ইন্ডাষ্ট্রিজ রাইস মিলের ২টি টিনশেড পাকা ঘর সহ ২জন শ্রমিক নিখোঁজ হয়ে যায়, তারা হলেন,অটো রাইস মিলের ধানের শ্রমিক ২সন্তানের জনক মোস্তাক (২৮) ও মেশিন অপরেটর ৪ কন্যা সন্তানের জনক শরিফ (৩৫), মোস্তাক বাজিতপুর থানার অায়নার গোপ এলাকার কুদ্দুছ মিয়ার পু্ত্র। শরীফ হবিগঞ্জ জেলার লাখাই এলাকার মৃত রহম আলীর পুত্র নিহতের পরিবারের লোকজন জানায়, ভাঙ্গন শুরু হলে মোস্তাক ও শরীফ ঘর থেকে ফ্রিজ বের করতে গেলে ঘরসহ তারা নদীতে তলিয়ে যায়, নিখোঁজ ২জনের স্বজনদের আহাজারীতে মেঘনা পাড়ের বাতাস ভারী হয়ে উঠে রহমত ইন্ডাষ্ট্রিজ রাইস মিলের মালিক মোঃ ইছাক মিয়া জানান কিছুক্ষনেরর ভাঙ্গনে নদী পাড়ের ৫০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রস্থ জায়গা ৪টি ঘরসহ নদীগর্ভে তলিয়ে যায়। তাৎক্ষণাত খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস এবং ভৈরব নদী ফায়ার স্টেশন যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে , ঘটনার ১ঘন্টা পর ভৈরব নদী ফায়ার স্টেশনের ২ জন ডুবুরী উদ্ধার কাজে অংশ নেয়। এছাড়াও কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের ১জন ডুবুরী এসে উদ্ধার কাজ শুরু করে। ঘটনার ৮ ঘন্টা পরেও বিকাল ৪টা পর্যন্ত কোনো লাশ উদ্ধার হয়নি।ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ঘটনাস্থলে উপস্থিত হয়। ইউএনও সাদিকুর রহমান সবুজ বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনদের আর্থিক সহযোগীতা আশ্বাস দেন। গত শুক্রবার থেকে টানা ২দিনের প্রবল বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভৈরব বাজার মেঘনা নদী ও ব্রাহ্মপুত্র নদের পানি ৪২ সে.মি. বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ভৈরব বাজার শাখার গেজ রিডার হাফিজুর রহমান জানান, শনিবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত নদীর পানি ২৬ সে.মি. বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নদীর পানি বিপদ সীমার ১ শ ৯ সে.মি.নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভৈরব কুলিয়ারচর নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও বিসিবি বোর্ডের সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে নিখোঁজদের স্বজনদের খোঁজ খবর নেন এবং ভৈরব উপজেলা পরিষদের পক্ষ থেকে নিখোঁজ দুইজনের পরিবার -কে ২০ হাজার টাকা করে দুইটি চেক প্রদান করেন এছাড়া তার ব্যাক্তিগত তহবিল থেকে আরো আর্থিক সহযোগীতার আশ্বাস দেন। এবং নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।