সোহানুর রহমান(সোহান )বাংলাদেশ প্রতিনিধি : গতকাল ১৭ আগস্ট বুধবার বিএনপি -জামাত জোট সরকারের শাসনামলে দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির উস্কানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ। বুধবার বিকাল ৪টায় ভৈরব পৌর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভৈরব বাসস্ট্যান্ডে অবস্থিত ঢাকা সিলেট মহাসড়কে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ দূর্জয় ভৈরব স্থানে সমাবেশে মিলিত হয়।
ভৈরব উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অহিদ মিয়ার সভাপতিত্বে সভায়, ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু ,ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক,পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ,সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান পল্লী নারী নেত্রী মনোয়ারা বেগম,ভৈরব পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিব রায়হান, ভৈরব উপজেলা ছাত্রলীগের সভাপতি আমির হামজা,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমন প্রমূখ বক্তব্য রাখেন । এসময় উপস্থিত ছিলেন, ভৈরব পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান ভৈরব উপজেলা শাখার সভাপতি এম.আর.সোহেল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নাজমুল হক রুবেল, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বশির আহমেদ বিপ্লব, শ্রম বিষয়ক সম্পাদক আসিফুদৌল্লা আবু, পৌর ৮নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলাল মিয়াসহ এসময় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। এখানে বক্তারা বলেন,জোট সরকারের আমলে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য একযোগে সিরিজ বোমা হামলা ঘটানো হয়। তৎকালীন সময়ে দেশে জঙ্গিবাদের উথান ঘটে। যা পরবর্তী সময়ে বর্তমান বিরোধী অপপ্রচার-গুজবের মাধ্যমে বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টির সকল উস্কানির প্রতিবাদ জানানো হয়।