সংবাদ প্রতিনিধি ৮ জুলাই : প্রয়াত হলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। নির্বাচনী প্রচারের সময়ে আততায়ীর গুলিতে তিনি মারা যান। শোক জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা।
পশ্চিম জাপানের নারা অঞ্চলে পার্লামেন্ট নির্বাচনের প্রচারের সময় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হন। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে তিনি আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় তিনি পড়েছিলেন। বলে জানা গেছে। আক্রমণকারীকে গ্রেফতার করা হয়েছে । পরবর্তীকালে শিনজো আবের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অভিযোগ আবেকে দুবার গুলি করা হয়। দ্বিতীয় গুলিটি তাকে পিছনে আঘাত করে। টোকিওর প্রাক্তন গভর্নর ইয়োচি মাসুজো একটি টুইট বার্তায় বলেন যে ৬৭ বছর বয়সী আবের কার্ডিওপালমোনারি অ্যারেস্ট হয়।প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের জানান, "নারাতে গুলি করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী আবেকে স্থানীয় সময় সাড়ে ১১টা নাগাদ নারাতে গুলি করা হয়। এদিকে বন্দুকধারীকে হেফাজতে নেওয়া হয়েছে।
Images courtesy copy from Google images
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.