সোহানুর রহমান সোহান ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বুধবার ভোরে ভৈরবে নাটালের মোড় থেকে বৈদেশিক ডলার,রুপিসহ অবৈধ অনুপ্রবেশকারী ৩ নাইজেরিয়ান নাগরিক আটক করেছে র্যাব-১৪।আটককৃতরা হলো আইডেনি জুসেফ সাইমন, কেনেথ ওকংগো অভি ও হেনরি ওগেহনিওভো।এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৭শ ২০টি ইউএস ডলার, ২ লাখ ৬৯ হাজার ৯শ ভারতীয় রুপি, ৩শ ৫০ টি নাইজেরিয়ান নাইরা, ৮ হাজার বাংলাদেশী টাকা ও ১১ টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছের্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে নাটালের মোড় হইতে ৪ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়।তাদের ভারতে প্রবেশের ভিসা রয়েছে কিন্তু বাংলাদেশে প্রবেশের কোন বৈধ কাগজ পত্র নেই। তারা ভারত হয়ে অবৈধ পথে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বিপুল পরিমান ইউএস ডলার, ভারতীয় রুপি, নাইজেরিয়ান নাইরা ও বাংলাদেশী টাকা‘সহ বাংলাদেশে প্রবেশ করে বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করেছেন।এব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.