সোহানুর রহমান সোহান ভৈরব(কিশোরগঞ্জ) প্রতিনিধি: গত মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা-কে নিয়ে বি.এন.পি 'র অঙ্গ সংগঠন ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল কটুক্তি এবং বিরূপ মন্তব্য করার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। ভৈরব উপজেলা ছাত্র লীগের সভাপতি আমির হামজা 'র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্যে রাখেন, ভৈরব উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তাহমিদ ওয়াসিফ পার্থ,সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক রুমানুজ্জামান রুমান,মোঃ ইফতেখার হোসেন রিয়াদ,পৌর ছাত্রলীগের সভাপতি ছালেম রহমান মিকদাত, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন,সরকারি হাজী আসমত কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ -সভাপতি সামস্ আহমেদ,সহ-সভাপতি শুভ ইসলাম,সাংগঠনিক সম্পাদক ইরতিজা ইসলাম আরাফাত, সরকারি হাজী আসমত কলেজ শাখা ছাত্রলীগের মানবিক বিভাগের ক্লাস কমিটির সভাপতি তরুণ লেখক সোহানুর রহমান সোহান, উপজেলা ছাত্রলীগ কর্মী, অর্নব জামান,মোঃ ইসমাইল,মোঃ রিমন মিয়া,মোঃ তানভীর আহমেদ তুষারসহ ছাত্রলীগের পৌর এলাকার ১২টি ওয়ার্ড ৭টি ইউনিয়নের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন, মশাল মিছিলটি ভৈরব বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।এসময় বক্তারা বলেন, অছাত্র ও সন্ত্রাসীদের সংগঠন ছাত্রদল। আর সেই সংগঠনের সন্ত্রাসীরা দেশরত্ম প্রাধানমন্ত্রীকে নিয়ে অপত্তিকর মন্তব্য করছেন যা মেনে নেওয়া যায় না।আমরা এসব সন্ত্রাসীদের বিচার চাই।আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দক্ষিণাঞ্চল,তথা গোটা দেশ এগিয়ে যাচ্ছে।তিনি দেশের সব মানুষের কথা ভাবেন।আজ তার জন্য গ্রামগুলোতে আধুনিকতার ছোঁয়া লেগেছে, সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে।শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।