নিজস্ব প্রতিনিধি জনদর্পন : দাবি জানিয়ে এলেও সংস্কার হচ্ছে রাস্তা। তাই ফের অবরোধ।
ঘটনা ঊনকোটি জেলায়। অভিযোগ কৈলাশহর টিলাবাজার থেকে বাবুর বাজার যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। সম্পূর্ণ রাস্তাটি বড় বড় গর্ত হয়ে এখন বৃষ্টির জলে জলমগ্ন হয়ে আছে। যার ফলে এই রাস্তায় যান দুর্ঘটনা প্রায়শই ঘটছে। রাস্তাটির এই বেহাল অবস্থার কারণে যান চালক থেকে শুরু করে পথচলতি মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। পথচলতি মানুষ এবং যান চালকদের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি ভালোভাবে সংস্কার করে যাতায়াতের উপযোগী করার। কিন্তু পি ডব্লিউ ডি দপ্তরের আধিকারিকরা সেই বিষয়ে কোন নজরই দিচ্ছে না বলে অভিযোগ। টিলাবাজার থেকে বাবুর বাজার যাওয়ার রাস্তাটি সংস্কারের দাবিতে কিছুদিন আগেও অটো এবং টমটম চালকরা পথ অবরোধে বসেছিল। তখন পি ডব্লিউ ডি দপ্তরের আধিকারিকরা এসে অবরোধকারীদের আশ্বাস দিয়েছিল খুব শীঘ্রই রাস্তাটি সংস্কারের কাজে হাত লাগানো হবে। কিন্তু আজ পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা রাস্তা সংস্কারে কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। অবশেষে রাস্তার এই বেহাল দশার কারণে অতিষ্ঠ হয়ে আবারো বৃহস্পতিবার অটো এবং টমটম চালকরা পথ অবরোধে বসে। তাদের দাবি শুধু একটাই রাস্তাটি অতিসত্বর সংস্কার করার। খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে আসে ইরানি থানার পুলিশ । পুলিশ অবরোধ তুলে নেওয়ার আবেদন জানালেও অবরোধকারীরা তুলতে নারাজ। পথ অবরোধের কারণে রাস্তার দুই পাশে যানবাহন আটকে পড়ে।
Images published in the Image Gallery are subjected to Copyright of the photographer under The Copyright Act, 1957 of the Republic of India.
Any unauthorized use of any image is prohibited.