IPL 2020: ২০২০ সালের আইপিএলে মাঠের বাইরেই দেখা যাবে হরভজন সিংকে।
1 min read
ওয়েব ডেস্ক জনদর্পন : ২০২০ সালের আইপিএলে মাঠের বাইরেই দেখা যাবে হরভজন সিংকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান চেন্নাই সুপার কিংসের হরভজন সিং। তবে আবার আইপিএলে ফিরে আসছেন ভাজ্জি। চেন্নাই সুপার কিংসের জার্সিতে নয়, ২০২০ সালের আইপিএলে মাঠের বাইরেই দেখা যাবে হরভজন সিংকে। এবার তিনি ধারাভাষ্যকার হিসেবে থাকছেন।আইপিএল সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস দেশের একাধিক ভাষায় সম্প্রচার করার উদ্দেশ্যে মোট ৯০ জন ধারাভাষ্যকারকে নিয়োগ করেছে। বেশ কয়েকজন সরাসরি আরব আমিরশাহি থেকে ধারাভাষ্য দেবেন আর বাকিরা মুম্বাইয়ে স্টার স্পোর্টসের স্টুডিয়ো থেকে। হরভজন সিং অবশ্য আমিরশাহি যাচ্ছেন না। তিনি মুম্বাই অফিসে থাকবেন। স্টার স্পোর্টসের হিন্দি ধারাভাষ্যকার হিসেবে হরভজনের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে।
ছবি এবং তথ্য সংগৃহীত