IPFT দলের নেতৃত্বে গড়ছিরামপাড়া স্কুল ময়দানে ,১২ তম ADC দিবস পালন।
1 min read
ওয়েব ডেস্ক জনদর্পন : উত্তর জেলার কাঞ্চনপুরের গড়ছিরামপাড়া স্কুল ময়দানে শাসকদল জোট শিবিরের আই, পি, এফ, টি দলের নেতৃত্বে ১২ তম ADC দিবস অনুষ্ঠিত হয় আজ। উপস্থিত ছিলেন কাঞ্চনপুর ৬০ নং S,T সিটের বিধায়ক প্রেম কুমার রিয়াং, দশদা আর ডি ব্লকের বি,এস,সি চেয়ারম্যান জিরেন্দ্র রিয়াং। উনাদের উপস্থিতিতে পাহাড়ি এলাকায় রাজনৈতিক দলের অধিকাংশ কর্মীদের ভাঙ্গন। কালাপানি, ভান্ডারীমা, দক্ষিণতৈছামা, ADC ভিলেজের ৭৩ পরিবারে সর্বমোট ১৯৮ জন ভোটার CPIM, কংগ্রেস ছেড়ে IPFT অর্থাৎ ত্রিপুরা ল্যান্ড পার্টিতে শামিল।
তাদের বক্তব্যের প্রসঙ্গ থেকে জানা যায় ADC এলাকায় পাহাড়িদের অস্তিত্ব বজায় রাখতে হবে। ত্রিপুরা ল্যান্ড এর জন্য আন্দোলন,বিধায়ক প্রেমকুমার রিয়াং এডিসি দিবস অনুষ্ঠানে দুইটি স্থানে অংশগ্রহণ করেন আজ তার মধ্যে লঙ্গাই ভেলি খেদাছড়া ও গড়ছিরামপাড়া লঙ্গাইভেলি থেকে CPIM কংগ্রেস BJP ছেড়ে ৪২ পরিবারে ১০৯ জন ভোটার IPFT দলের যোগদান করেন। বলে জানিয়েছেন বিধায়ক প্রেমকুমার রিয়াং