74 ব্যাটেলিয়ান বিএসএফ সোনামুড়া পুলিশ এবং বক্সনগর বন বিভাগের যৌথ উদ্যোগে 20 হেক্টর সরকারি টিলাতে অবৈধভাবে গড়ে তোলা গাজা বাগান ধ্বংস করা হচ্ছে
1 min read
আজ 74 ব্যাটেলিয়ান বিএসএফ সোনামুড়া পুলিশ এবং বক্সনগর বন বিভাগের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে কমলনগর ঘাটিঘর গ্রামে 20 হেক্টর সরকারি টিলাতে অবৈধভাবে গড়ে তুলছে গাজা বাগান ধ্বংস করা হচ্ছে গাঁজা গাছ এই গাঁজা গাছের মূল্য প্রায় 32 লক্ষ টাকা বলে জানা গেছে ।করুণা মহামারীর আবহের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং কোভিট-19 এর গাইডলাইন মেনে আজকের এই অভিযান চালানো হয় । সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অবৈধ গাজা বাগান পুলিশ বনদপ্তর গোপন খবরের ভিত্তিতে দীর্ঘদিন থেকে এই সমস্ত গাজা বাগান ধ্বংস করে আসছে। পুলিশ জানিয়েছে গাজা বাগান ধ্বংস করার জন্য এ ধরনের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে বলে জানিয়েছেন,