10323 ভিকটিমাইসড শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ
1 min read
নিজস্ব প্রতিনিধি আগরতলা ১০ আগষ্ট : 7 রামনগর বিধানসভা কেন্দ্রের 10323 ভিকটিমাইসড শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে প্রগতি বিদ্যাভবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 10 ই আগস্ট তথা সোমবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ ও 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত সহ প্রমুখরা।