১০৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস
1 min read
মাত্র ১০৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস। লাঞ্চের পর খেলা হল ৮.৫ ওভার। এরমধ্যে বাকি চার উইকেট তুলে নিল ভারত। এরমধ্যে তিনটি উইকেট নিলেন ইশান্ত, শামি একটি।লাঞ্চের আগে লিটন দাস রিটায়ার্ড হার্ট হন। তিনি করেন ২৪ রান। তাঁর পরিবর্ত (কনকাশন সাবস্টিটিউট) হিসেবে নামেন মেহেদি হাসান।ইশান্ত ২২ রানে ৫, উমেশ ২৯ রানে ৩ এবং শামি ৩৬ রানে দুই উইকেট নিয়েছেন।