হােস্টেলে আক্রান্ত জিবিতে মৃত্যু.
1 min read
হােস্টেলে অমানবিক নির্যাতনের শিকার হ্যাপি দেববর্মা নামের নবম শ্রেণির এক ছাত্র। ঘটনাটি ঘটে কুমারঘাট পাবিয়াছড়ার হলিক্রস স্কুলের হােস্টেলে। পরিবারের তরফে দাবি করা হয়েছে, গত ২ অক্টোবর ওই হােস্টেলেই আক্রান্ত হয়েছে হ্যাপি। তখনই তাকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে। গত ৬ অক্টোবর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হ্যাপি দেববর্মা মৃত্যু হয়েছে। অভিযােগ, হােস্টেলে তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়।এদিকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিস্তৃত জানিয়ে গেছে হ্যাপি। এখন এটাই দেখার, এ ঘটনার সুষ্ঠু তদন্ত হয় কিনা। গােটা বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী কি ভূমিকা পালন করেন সেদিকেই তাকিয়ে রয়েছে শিক্ষা অনুরাগীমহল।
ছবি সংগৃহীত